৫ ঘণ্টা পর স্বাভাবিক ঢাকা-উত্তরবঙ্গের রেল যোগাযোগ
ছবি: ঢাকাপ্রকাশ
টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে সদ্য নির্মাণ করা রেললাইনে পঞ্চগড় থেকে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের একটি বগির চাকা লাইনচ্যুতের ঘটনা ঘটনার প্রায় সাড়ে ৫ ঘণ্টাপর ঢাকা ও উত্তর-দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ চালু হয়েছে।
মঙ্গলবার (১৯ মার্চ) সকালে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার (১৮ মার্চ) দিবাগত রাত ১ টা ৩৫ মিনিটের দিকে উদ্ধার কাজ স্বাভাবিক হলে রেল যোগাযোগ চালু হয়। এর আগে রাত ৯টা ১৫ মিনিটের দিকে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
এদিকে, সদ্য নির্মাণ কাজ শেষ হওয়া বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের রেল লাইন। কয়েকদিন আগেই নতুন লাইনটি বুঝে পেয়েছেন স্টেশন কর্তৃপক্ষ। এরই মাঝে ঘটে গেল দুর্ঘটনা।
তবে ট্রেনের গতি কম থাকায় অল্পের জন্য রক্ষা পায় শতশত যাত্রী। নতুন এই লাইনে রেল লাইনচ্যুত হওয়ায় প্রশ্ন তুলেছে যাত্রী ও স্থানীয়রা। তবে, নির্মাণ ত্রুটি দেখছেন না রেলওয়ের বিভাগীয় কর্মকর্তা ।
যাত্রীরা জানায়, গত সোমবার দুপুরে পঞ্চগড় থেকে ঢাকার অভিমুখে ছেড়ে আসে ট্রেনটি। রাত ৯ টার দিকে বঙ্গবন্ধু সেতু পাড় হয়ে
বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেই একটি বগির ৪ টি চাকা লাইনচ্যুতের ঘটনা ঘটে।
এতে আতঙ্কিত হয়ে পড়ে যাত্রীরা। হুড়োহুড়িতে আহত হয় বেশকিছু যাত্রী। গতি কম থাকায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেও নতুন লাইনে ট্রেন লাইনচ্যুত হওয়ায় এর মান নিয়ে প্রশ্ন তুলেছেন যাত্রীরা।
যাত্রীদের আরও অভিযোগ, সারাদিন রোজা থেকে নির্ধারিত সময় গন্তব্যে পৌঁছাতে না পেরে চরম ভোগান্তি পোহাতে হয়েছে তাদের। সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে অনেকে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন।
অন্যদিকে, ঘটনাস্থল পরিদর্শন করে পাকশী ডিবিশনের ম্যানেজার শাহ সফি নূর মোহাম্মদ জানান, নতুন লাইনে দুর্ঘটনা ঘটলেও তাতে কোন ত্রুটি কোন নেই। তবে দুর্ঘটনার কারণ জানতে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন ও ৭ কার্যদিবসে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।
বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন মাস্টার মোহাম্মদ খাইরুল ইসলাম জানান, স্টেশনের নির্মাণ কাজ চলমান থাকায় একটি লাইন ব্যবহার করা হয়ে থাকে। আর সিগন্যাল মেনেই ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। কিন্তু নতুন লাইন আর পুরাতন লাইনের ম্যানুয়াল রেলক্রসিং পয়েন্স (মেইনপয়েন্স) করার সময় ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। লাইনে ত্রুটি থাকার সম্ভাবনার দাবি তার।
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনের ইনচার্জ রেজাউল করিম জানান, নতুন রেললাইনে গত সোমবার রাত ৯ টার দিকে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের একটি বগির ৪ টি চাকা লাইনচ্যুতের ঘটনা ঘটে। পরে উদ্ধার কাজ শেষ হয় রাত ১ টা ১৫ মিনিটের দিকে। এরপর ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।