বুধবার, ২০ নভেম্বর ২০২৪ | ৫ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ডাকাত আখ্যা দিয়ে পুলিশকে মারধর, বউ নিয়ে পালালেন আসামী

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাদা পোশাকে আসামি ধরতে গিয়ে মারধরের শিকার হয়েছেন দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা। ডাকাত আখ্যা দিয়ে এ বাহিনীর তিন সদস্যকে মারধর করে নিজের স্ত্রীকে অপহরণের অভিযোগে দায়ের মামলার আসামি সাজিদ মিয়ার স্বজন ও এলাকাবাসী। এতে আহত হয়েছেন সাজিদের শ্বশুরও। এ সময় স্ত্রীকে নিয়ে হ্যান্ডকাফসহ পালিয়ে গেছে ওই যুবক।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাতে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের দামোদরদী গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। হামলার ঘটনায় বুধবার ৩০ জনের নামে মামলা করেছে পুলিশ। তাদের মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ।

জানা যায়, সম্প্রতি প্রেমের সূত্র ধরে আড়াইহাজার উপজেলার জাঙ্গালিয়া গ্রামের ব্যবসায়ী আবদুল গাফফার সরকারের মেয়ে প্রভা সরকার ও সোনারগাঁয়ের দামোদরদী গ্রামের নাজিমউদ্দিনের ছেলে সোনারগাঁ সরকারি কলেজের সম্মান শ্রেণির ছাত্র সাজিদ মিয়া বিয়ে করেন। এ নিয়ে প্রভার পরিবারের আপত্তি ছিল, তারা তাকে একাধিকবার ফিরিয়ে নেওয়ার চেষ্টা চালায়। তবে প্রভা প্রতিবারই পালিয়ে স্বামী সাজিদের বাড়িতে চলে যান।

গত ৯ জানুয়ারি সাজিদের বাড়িতে যাওয়ার পর ২১ তারিখ সেখানে বেড়াতে আসেন প্রভার বাবা ও মা। ফিরে গিয়ে সাজিদের নামে অপহরণ মামলা করেন আবদুল গাফফার। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে আসামি ধরতে আসেন আড়াইহাজার থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূরে আলম। তাকে সহায়তা করেন সোনারগাঁও থানার এসআই আলমগীর হোসেন ও কনস্টেবল পারভেজ। সঙ্গে ছিলেন আবদুল গাফফার। পুলিশ সদস্যরা সাদা পোশাকে গিয়ে সাজিদকে হ্যান্ডকাফ পড়িয়ে বাড়ি থেকে নেওয়ার সময় ডাকাত ডাকাত বলে চিৎকার করলে সাজিদের স্বজনরা ও প্রতিবেশীরা ছুটে এসে তাদের ওপর হামলা চালায়।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার এবং এ ঘটনায় জড়িত সন্দেহে সাজিদের চাচা ইলিয়াস মিয়া, প্রতিবেশী জাহাঙ্গীর, আমজাদ হোসেন, মামুন ও মারুফকে আটক করে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন বলেন, প্রভাকে উদ্ধার ও সাজিদকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, অপহরণ মামলার পরিপ্রেক্ষিতে অভিযানটি চালানো হয়েছিল। এতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

Header Ad

মেসির রেকর্ডে আর্জেন্টিনার জয়, হতাশায় বছর শেষ ব্রাজিলের

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বে পেরুকে ১-০ গোলে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা। এই ম্যাচে ক্যারিয়ারের ৩৭৯তম অ্যাসিস্ট করে নতুন রেকর্ড গড়েছেন লিওনেল মেসি।

বুধবার (২০ নভেম্বর) বুয়েনস আয়ার্সে অনুষ্ঠিত ম্যাচে স্ক্যালোনির দল বছরের শেষ ম্যাচে জয়ের মাধ্যমে আত্মবিশ্বাস বাড়িয়েছে। যদিও ইনজুরির কারণে একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামতে হয়েছিল আর্জেন্টিনাকে।

ম্যাচের প্রথমার্ধে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পাননি মেসি-মার্টিনেজরা। তবে দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার জন্য জয়ের নায়ক হয়ে ওঠেন লাউতারো মার্টিনেজ। ম্যাচের ৫৫ মিনিটে মেসির ক্রস থেকে হাফ ভলিতে গোল করে দলের জয় নিশ্চিত করেন তিনি।

এদিন মেসি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ৫৮তম অ্যাসিস্ট করেন, যা তাকে ল্যান্ডন ডোনোভানের সঙ্গে যৌথভাবে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ অ্যাসিস্টের তালিকায় নিয়ে এসেছে।

এই জয়ে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা ১২ ম্যাচে ৮ জয়ে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে।

অন্যদিকে, হতাশাজনক পারফরম্যান্সে বছর শেষ করেছে ব্রাজিল। একই দিনে উরুগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করে সেলেসাওরা।

উরুগুয়ের হয়ে ম্যাচের ৫৫ মিনিটে ফেদরিকো ভালভার্দে গোল করে দলকে এগিয়ে দেন। তবে ৬২ মিনিটে গারসনের গোলে সমতা ফেরায় ব্রাজিল। এর পরেও আক্রমণাত্মক ফুটবল খেলেও গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন ব্রাজিলের ফরোয়ার্ডরা।

১২ ম্যাচে ৫ জয় ও ১৮ পয়েন্ট নিয়ে ব্রাজিল বাছাইপর্বের পয়েন্ট টেবিলের পাঁচে নেমে গেছে। উরুগুয়ে ২০ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে অবস্থান করছে।

আর্জেন্টিনার জয়ের উচ্ছ্বাসে বছর শেষ হলেও ব্রাজিলের জন্য এটি হতাশার এক অধ্যায় হয়ে থাকল।

Header Ad

সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে ইসি অনুসন্ধান কমিটির সাক্ষাৎ

ফাইল ছবি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আজ সন্ধ্যায় সৌজন্য সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য নবনিযুক্ত ছয় সদস্যের অনুসন্ধান কমিটি।

বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টায় এ সাক্ষাৎ হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ আইন, ২০২২’-এর ধারা ৩ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়ার জন্য আইনে বর্ণিত যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নাম সুপারিশ করার লক্ষ্যে এই অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী কমিটির সভাপতি।

কমিটির অন্য সদস্যরা হলেন– সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি একেএম আসাদুজ্জামান, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিন্নাতুন নেছা তাহমিদা বেগম।

অনুসন্ধান কমিটির বিষয়ে গত ৩১ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, অনুসন্ধান কমিটি ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন ২০২২’ অনুযায়ী দায়িত্ব ও কার্যবিধি সম্পন্ন করবেন। সে ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগ অনুসন্ধান কমিটির কার্যসম্পাদনে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে। সূত্র: বাসস

Header Ad

বছরের শেষ ম্যাচে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা: ভোরে জমজমাট লড়াই

ছবি: সংগৃহীত

২০২৪ সাল শেষ হতে বাকি দেড় মাস। তবে আন্তর্জাতিক ফুটবলের জন্য এই বছর বিদায় নিতে যাচ্ছে খুব শিগগিরই। আর সেই বিদায়ের আগমুহূর্তে মাঠে নামছে লাতিন ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার ভোরে মুখোমুখি হবে দল দুটি।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পেরুর বিপক্ষে লড়বে বাংলাদেশ সময় সকাল ৬টায়। তবে এই ম্যাচের আগে বেশ চ্যালেঞ্জের মুখে পড়েছে লিওনেল স্কালোনির দল। প্যারাগুয়ের বিপক্ষে তিক্ত হার সামলে ওঠার চেষ্টা করলেও দলের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ইনজুরি। অন্তত ছয়জন গুরুত্বপূর্ণ খেলোয়াড় মাঠের বাইরে। সবশেষ ক্রিশ্চিয়ান রোমেরো চোট পেয়ে দল থেকে ছিটকে গেছেন।

প্র্যাকটিস সেশনে বেশ কয়েকটি পরিবর্তনের আভাস দিয়েছেন স্কালোনি। গণমাধ্যম সূত্রে জানা গেছে, রক্ষণভাগে কুতি রোমেরোর জায়গায় নিকোলাস বালের্দি এবং নাহুয়েল মোলিনার বদলে খেলবেন গঞ্জালো মন্তিয়েল। তবে স্কালোনি ম্যাচের আগের দিন কোনো মন্তব্য করেননি।

অন্যদিকে, সকাল ৬টা ৪৫ মিনিটে উরুগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। দরিভাল জুনিয়রের অধীনে কোপা আমেরিকায় হতাশাজনক পারফরম্যান্স এবং টানা খারাপ ফলাফল সেলেসাওদের চাপে রেখেছে। যদিও অক্টোবর উইন্ডোতে টানা দুই জয় নিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল ব্রাজিল, তবে শেষ ম্যাচে ভেনেজুয়েলার সঙ্গে ড্র করে আবার ছন্দ হারিয়েছে তারা।

উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের শেষ স্মৃতিও সুখকর নয়। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয়েছিল দলটিকে। তবে এবার জয়ের মাধ্যমে বছর শেষ করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে তারা।

কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উরুগুয়ে, সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে তৃতীয় স্থানে কলম্বিয়া। আর ১৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ব্রাজিল।

আর্জেন্টিনা-পেরু ও ব্রাজিল-উরুগুয়ে ম্যাচগুলো শুধু বছরের শেষ আন্তর্জাতিক ফুটবল নয়, বরং বিশ্বকাপ বাছাইপর্বের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই লাতিন পরাশক্তির ভক্তরা ভোরে ঘুম ছেড়ে দেখতে বসবেন জমজমাট লড়াই।

Header Ad

সর্বশেষ সংবাদ

মেসির রেকর্ডে আর্জেন্টিনার জয়, হতাশায় বছর শেষ ব্রাজিলের
সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে ইসি অনুসন্ধান কমিটির সাক্ষাৎ
বছরের শেষ ম্যাচে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা: ভোরে জমজমাট লড়াই
তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত: সাত দিনের মধ্যে কমিটি গঠনের আশ্বাস
যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় ইউক্রেনের হামলা
দুই লাখ কর্মী নেবে জার্মানি: নতুন সুযোগ অভিবাসনপ্রত্যাশীদের জন্য
সশস্ত্র বাহিনী দিবসে আমন্ত্রণ পেলেন খালেদা জিয়া ও তারেক রহমান
এবার বাংলাদেশ ব্যাংকের ১৩ কর্মকর্তাকে দুদকে তলব
প্রকাশ্যে এল নুসরাতের প্রাক্তনের প্রেম ও প্রেমিকা
নামের আগে উপাধি ব্যবহার না করার অনুরোধ তারেক রহমানের
হাসান মুরাদের হ্যাটট্রিকে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের দাপট
টাকার সংকটে বেক্সিমকোর ২৪ কারখানা বন্ধ: শ্রমিকদের বেতন পরিশোধ অনিশ্চিত
হাতে হাত রাখা সেই যুবককে প্রকাশ্যে আনলেন পরীমণি
এবার ৬৫৪ কোটি টাকায় দুবাইয়ে বাড়ি কিনলেন নেইমার
৩ দিনের মধ্যে ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ হাইকোর্টের
ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী নেতা তিতুমীরের মৃত্যুবার্ষিকী আজ
নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে আপত্তি নেই: ড. মুহাম্মদ ইউনূস
কুবি শাখা ছাত্রশিবিরের সভাপতি-সেক্রেটারির আত্মপ্রকাশ
কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি অযৌক্তিক: আইন উপদেষ্টা
অন্তর্বর্তী সরকার কোনো ব্যাংক বন্ধ করবে না: অর্থ উপদেষ্টা