মানিকগঞ্জে একরাতে ১৫ দোকানে চুরির ঘটনায় গ্রেপ্তার ২
মানিকগঞ্জে একরাতে শাটার কেটে ১৫টি দোকান থেকে চুরির ঘটনার এক সপ্তাহ পর ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩ মে) ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (৪ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান।
গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেট জেলার গোপালগঞ্জ থানার চুন্নু মিয়ার ছেলে মো. তানভীর হোসেন ইসলাম (২৩) ও হবিগঞ্জ জেলার লাখাই থানার আছই মিয়ার ছেলে মোস্তফা মিয়া (২২)।
পুলিশ সুপার জানান, তথ্যপ্রযুক্তি এবং সোর্সের সহযোগিতায় বুধবার ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে চুরিকৃত বেশকিছু মালামাল উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, আসামিরা সংঘবদ্ধ চোরচক্রের সক্রিয় সদস্য। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তবে মানিকগঞ্জে ঘটে যাওয়া চুরির ঘটনায় আরও দুইজনের উপস্থিতি ছিল। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমতিয়াজ আহমেদ (ক্রাইম অ্যান্ড অপস), সদর সার্কেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ সরকার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল মধ্যরাতে শহরের ১৫টি দোকানে একযোগে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যবসায়ীসহ এলাকাবাসী উদ্বিগ্ন হয়ে পড়ে। প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।
এসজি