মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণের দাবিতে মানববন্ধন
মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ শিক্ষক সমিতি শরীয়তপুর জেলা শাখা। আজ সোমবার (১৩ মার্চ) বেলা ১১ টার দিকে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করা হয়। এসময় শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু শিক্ষকদের দাবি দাওয়া শুনে সংশ্লিষ্টদের জানাবেন বলে আশ্বাস দেন। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
সভায় বক্তারা বলেন, জাতীয় শিক্ষানীতি-২০১০ এ শিক্ষক নিয়োগ কমিশন গঠনের কথা বলা হলেও এখনও তা গঠন করা হয়নি। আমরা বেসরকারি শিক্ষকগণ মাত্র ২৫% উৎসব ভাতা, ১,০০০ টাকা বাড়ি ভাড়া ও ৫০০ টাকা চিকিৎসা ভাতা পেয়ে থাকি। অবসরে যাবার পর অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হয়। ফলে অনেক শিক্ষক/কর্মচারী টাকা পাওয়ার পূর্বেই অর্থের অভাবে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেন যা অত্যন্ত দুঃখজনক। সরকারি ও বেসরকারি বৈষম্য দূরিকরণের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করা এখন সময়ের দাবি।'
মানববন্ধনে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) শরীয়তপুর জেলা শাখা শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ নুরুল আমীন রতনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, সদস্য জিএম নুরুল হক, জেলার সহ-সভাপতি নজরুল ইসলাম খান, সাংগঠনিক আব্দুস সাত্তার, কোষাধ্যক্ষ সম্ভুনাথ পোদ্দার, প্রচার সম্পাদক সাঈদ মাহমুদ প্রমূখ। এতে জেলায় কর্মরত মাধ্যমিক কয়েক শতাধিক শিক্ষক শিক্ষিকাবৃন্দ অংশগ্রহণ করেন।
এএজেড