মানিকগঞ্জে গ্যাস লিকেজ থেকে শিশুসহ দগ্ধ ৪
মানিকগঞ্জে গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারজন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে শিশুসহ একই পরিবারের তিনজন। মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোরে জেলা পশু হাসপাতালের পাশের একটি বাসায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন-মো. রাশেদ (৪৫), তার স্ত্রী মোছা. সোনিয়া আক্তার (২৮) ও আড়াই বছরের শিশু রিফাত এবং ফারুক মিয়া(৩২)। তাদের মধ্যে একই পরিবারের তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয় এবং রাশেদের খালাতো ভাই ফারুক মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি আছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. শরিফুল ইসলাম বলেন, ওই বাসায় রাতে কয়েল জ্বালানো হয়। ভোরে গৃহকর্তা রাশেদ ঘুম থেকে উঠে ওয়াশ রুমে যান। ওয়াশ রুম থেকে বের হওয়ার পরপরই তারা দগ্ধ হন। ধারণা করা হচ্ছে, রান্নাঘরে গ্যাস লাইনে লিকেজ থাকায় কয়েলের আগুন তীব্র আকার ধারণ করে। এতে তারা দগ্ধ হন।
এসআইএইচ