স্কুল থেকে চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, গ্রেপ্তার ৩
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের মাঝবাড়ী উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে চুরি হওয়া ৯টি ল্যাপটপ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুজ্জামান।
বুধবার (১৪ সেপ্টেম্বর) থেকে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বেলা তিনটা পর্যন্ত বালিয়াকান্দির বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে চুরি হওয়া ১০ টি ল্যাপটপের মধ্যে ৯ টি ল্যাপটপ উদ্ধার করতে সক্ষম হয়। এ সময় চুরির সাথে জড়িত থাকায় অত্র বিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো মাঝবাড়ী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মোঃ আশিকুর রহমান (১৪) ও মোঃ মনিরুল ইসলাম মনির (১৪)। আশিকুর রহমান নবাবপুর ইউনিয়নের বড়হিজলী গ্রামের আজিম উদ্দিন সরদারের ছেলে ও মনিরুল ইসলাম ঠাকুর নওপাড়া গ্রামের আলা উদ্দিন শেখের ছেলে। গ্রেপ্তারকৃত আরেকজন হলো বড় হিজলী গ্রামের মোঃ মমিন শেখের ছেলে মোঃ ইদ্রিস শেখ (১৯)।
বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ মনিরুজ্জামান খান জানান, বিদ্যালয়ের ল্যাবের ল্যাপটপ চুরির ঘটনায় ২৯ আগস্ট থানায় একটি মামলা দায়ের হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতে রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান মহোদয় দিক নির্দেশনা দেন। সেই নির্দেশনা অনুসরণ করি। আমার নেতৃত্বে এস আই রাজিবুল ইসলাম, এস আই টিটুল হোসাইন ও সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে মোঃ আশিকুর রহমানের কাছ থেকে ৪টি ও ইদ্রিস শেখের বাড়ি হতে ৫টিসহ মোট ৯ টি ল্যাপটপ উদ্ধার করতে সক্ষম হয়।
এ সময় তিনি আরো জানান, ঘটনার সময় তাহারা কম্পিউটার ল্যাবের দরজার তালা কাটঁতে যে হেক্সো ব্লেড ব্যবহার করেছিল তাহাও উদ্ধার করা হয়েছে। অবশিষ্ট ১ টি ল্যাপটপ উদ্ধারের জন্য তৎপরতা অব্যাহত আছে। জিজ্ঞাসাবাদে উক্ত আসামীরা ঘটনার সত্যতা স্বীকার করেছে। তাদেরকে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
এএজেড