সরকারি স্কুলের মাঠে বিয়ের আয়োজন, শিক্ষা কার্যক্রম ব্যাহত
সাভারের আশুলিয়ায় একটি সরকারি স্কুলের শিক্ষা কার্যক্রম ব্যাহত করে বিয়ের অনুষ্ঠান পরিচালনার অভিযোগ উঠেছে। এ ঘটনাটি ঘটেছে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ঘোষবাগ এলাকার ৭৭ নম্বর ঘোষবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘোষবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহনাজ বেগম তার ভাগ্নির বিয়ে উপলক্ষে গত মঙ্গলবার থেকে ওই স্কুলের মাঠে বিয়ের প্যান্ডেল করে শিক্ষা কার্যক্রম ব্যাহত করে আসছে। এ ছাড়াও স্কুলের সাইনবোর্ড ঢেকে বিয়ের গেট ও মাঠের একপাশে রান্নার জন্য জায়গা করা হয়েছে। এতে করে একদিকে যেমন নষ্ট করা হয়েছে স্কুলের পরিবেশ অন্যদিকে ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম।
শিক্ষার্থীরা জানায়, গত দুই দিন যাবত স্কুল মাঠে বিয়ের প্যান্ডেল করার কারণে তারা টিফিনের সময় খেলাধুলা করতে পারছেন না। প্যান্ডেলের ভিতর শিক্ষার্থীদের যেতে বারণ করেছেন ওই স্কুলের অফিস সহকারী সোহেল। ওই প্যান্ডেল থাকবে আরও দুই দিন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যক্তি জানান, একটি সরকারি স্কুলে বিয়ের অনুষ্ঠান এমন ঘটনা এর আগে আমরা দেখিনি। রাতের বেলায় উচ্চ শব্দে নাচ-গানের পাশাপাশি মাতলামি করেছে বিয়ে বাড়ির লোকজন।
এ বিষয়ে জানতে চাইলে ঘোষবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিকের সঙ্গে অসদাচরণ করেন।
এ প্রসঙ্গে ঘোষবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহনাজ বেগমের বক্তব্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে জানতে চাইলে সাভার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাবশিরা ইসলাম লিজা বলেন, বিষয়টি আমরা জানার সঙ্গে সঙ্গে ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।
এসআইএইচ