সাভারে ইয়াবা ও হেরোইনসহ আটক ২
সাভারের আমিনবাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮০০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় ঢাকাপ্রকাশ-কে এ তথ্য নিশ্চিত করেন সাভার থানাধীন আমিনবাজার ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক(এসআই) হারুন-অর-রশিদ । এর আগে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে আমিনবাজারের বেগুনবাড়ি কাজীপাড়া এলাকা থেকে মাদকসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- আমিনবাজার ইউনিয়নের বেগুনবাড়ি এলাকার মোঃ দ্বীন মোহাম্মদের ছেলে মো. সাইদুর রহমান (৩৬) ও একই ইউনিয়নের বেগুনবাড়ি কাজীপাড়া এলাকার মোঃ কাজী মোহাম্মদ আলীর ছেলে মোঃ কাজী সালেহ আহমেদ (৪৮)। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে খোঁজ নিয়ে জানা গেছে।
এ ব্যাপারে আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর- রশিদ জানান, আমিনবাজার এলাকায় বিশেষ ডিউটি চলাকালে রাত আনুমানিক ১১টার দিকে গোপন সূত্রে খবর পাই আমিনবাজারের বেগুনবাড়ি কাজীপাড়া এলাকায় ধৃত মোঃ কাজী সালেহ আহমেদের টিনসেড বাড়িতে কতিপয় মাদক ব্যবসায়ী মাদক বিক্রির উদ্দেশে অবস্থান করতেছে। খবর পেয়ে আমরা দ্রুত উক্ত স্থানে গিয়ে মাদকসহ ওই দুজনকে হাতেনাতে আটক করি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। আজ (১৬ সেপ্টেম্বর) তাদের আদালতে প্রেরণ করা হবে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এসআইএইচ