গাজীপুরে বিপুল পরিমাণ মাদকসহ আটক ২
গাজীপুরের কালিয়াকৈরে বিপুল পরিমাণ ফেন্সিডিল পরিবহনকালে কাভার্ডভ্যানসহ ২ জন মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব-১)। এসময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন ও নগদ ৪ হাজার ৬ শত ৫০ টাকা উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলো-লালমনিরহাটের হাতিবান্ধার সিংহীপাড়া এলাকার মোজাম্মেল হোসেন ছেলে মো.লিটন(৩২) এবং বগুড়ার গাবতলির লাংলু (মধ্যপাড়া) এলাকার মৃত আব্দুল কুদ্দুস মন্ডল ছেলে মতিয়ার মন্ডল(৪৫)।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টায় র্যাব-১ কোম্পানী কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করে জানান। গাজীপুর পাড়াবাড়ী ক্যাম্প র্যাব-১ কোম্পানী কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম জানান, বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানতে পারি যে, কতিপয় মাদক ব্যবসায়ী লালমনিরহাট থেকে কাভার্ড ভ্যানে করে ফেন্সিডিলের একটি বড় চালান নিয়ে গাজীপুর জেলার দিকে আসছে।
এমন খবরের ভিত্তিতে বুধবার দিবাগত রাত দেড়টায় জেলার কালিয়াকৈরের চান্দরা পল্লী বিদ্যুৎ (বাস স্ট্যান্ড) নিউ আল মদিনা অটো হাউজের সামনে ফুট ওভার ব্রিজের নিচে পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করা হয়। পরে রাত ৪টা ২০ মিনিটের দিকে চেকপোস্ট অতিক্রমকালে ওই কাভার্ড ভ্যানসহ (যার নেম প্লেটে ঢাকা মেট্রো-ট-১৫-৪৭২৯) দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে কাভার্ডভ্যান তল্লাশী করে ২৮৫ বোতল ফেন্সিডিল, ৪টি মোবাইল ফোন এবং নগদ ৪ হাজার ৬শত ৫০ টাকা উদ্ধার করা হয়।
আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, তারা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে কৌশলে বিভিন্ন গাড়িতে করে ভারতের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে বাংলাদেশের ঢাকা ও গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারি মূল্যে ক্রয়-বিক্রয় করে আসছে। তাদের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।
এএজেড