রাজবাড়ীতে পাচারকালে বিদেশি পাখি ও হনুমানের বাচ্চা উদ্ধার
রাজবাড়ীতে পাচারকালে বিদেশি প্রজাতির ১৫টি পাখি ও ১টি হনুমানের বাচ্চা উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৫ই সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় যাত্রীবাহী একটি বাস থেকে খাঁচাবন্দি পাখিগুলো ও হনুমানের বাচ্চাটিকে উদ্ধার করা হয়। এ সময় এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সাইদুর রহমান মন্ডল চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার পুরান লক্ষ্মীপুর এলাকার মোঃ জমির উদ্দিন মন্ডলের ছেলে।
এ ব্যাপারে রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশর সংবিধান' এর অনুচ্ছেদ ১৮(ক) অনুযায়ী পরিবেশ ও জীব-বৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়নের বিধান রয়েছে। সে লক্ষ্যে বন্যপ্রাণী বিলুপ্তি ও পাচার প্রতিরোধে ‘বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২’ প্রয়োগ করে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিলুপ্ত বন্যপ্রাণী রক্ষায় এবং অবৈধভাবে পাচার করা বন্যপ্রাণী উদ্ধারে সার্বক্ষনিক গোয়েন্দা তথ্য বিশ্লেষন করে এই সংঘবদ্ধ চক্রকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান পরিচালনা করে আসছে। ইন্টারপোল কর্তৃক আন্তর্জাতিকভাবে বন্যপ্রাণী সংরক্ষনের জন্য বিশ্বব্যাপী ‘Illegal Wildlife Supply Chains Between Africa and Asia’ বিষয়ের উপর ভিত্তি করে গত জুলাই-২০২২ সময়ে মাসব্যাপী ‘Operation Golden Strike 2022’ শিরোনামে ইন্টিলিজেন্স লিজ অপারেশন পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় গোয়ালন্দ মোড় থেকে গোয়েন্দা তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলা পুলিশের অভিযানে উক্ত বন্যপ্রাণী উদ্ধার করা হয়। এ সময় মো. সাইদুর রহমান মন্ডল (৩৬) কে গ্রেপ্তার করা হয়। তার পিতা-মোঃ জমির উদ্দিন মন্ডল, ঠিকানা- চুয়াডাঙ্গার জীবননগরের পুরান লক্ষীপুরে।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত বন্যপ্রানীগুলো ও আসামিকে বন বিভাগের কর্মকর্তাদের নিকট হস্তান্তর করা হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।
রাজবাড়ী সামাজিক বন বিভাগ ও নার্সারি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাবিবুরজ্জামান বলেন, বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এগুলো যেহেতু বিদেশি প্রজাতির পাখি, যারা নিয়ে এসেছে তাদের কোনো লাইসেন্স নাই সেহেতু তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসআইএইচ