শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত কৃষি মেলা
'কৃষিই সমৃদ্ধি' এ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় টাঙ্গাইলে শুরু হয়েছে কৃষি মেলা। এরইধারাবাহিকতায় জেলার মধুপুর উপজেলার তিন ব্যাপি কৃষি মেলা চলছে। কৃষি মেলায় স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের পদচারণায় মেলা প্রাঙ্গণ মুখোরিত হয়ে ওঠেছে।
এছাড়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রেতাদের আনা-গোনায় উপচে পড়া ভিড় পড়ছে মেলায়। কৃষি মেলার দ্বিতীয় দিন বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত কৃষি মেলায় এমন দৃশ্য দেখা যায়। মেলায় বিএডিসি, কৃষি অদিপ্তর, নার্সারি ও উদ্যোক্তাসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা ৩৫টি স্টল অংশ গ্রহণ করেছে। স্টলগুলোতে কৃষি বিষয়ক নানা ধরণের প্রদর্শনীও রয়েছে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি মেলার আয়োজন করা হয়। মেলা উদ্বোধন করেন উপজেলার পরিষদের চেয়ারম্যান আলহাজ সরোয়ার আলম খান আবু। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
শিশু শিক্ষার্থী সাদিক হাসান, রায়হান মন্ডল ও ফয়সাল বলেন, কৃষি মেলায় এর আগে কখনো আসার সুযোগ হয়নি। এবারই প্রথম। দুপুর থেকে মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখছি। মেলায় পুকুর প্রদর্শনীতে কিভাবে মাছ চাষ ও তার চারপাশে সবজি চাষ করতে হবে তা সম্পর্কে জানলাম। খুব ভাল লাগছে।
কৃষি মেলায় স্টল দেওয়া নার্সারির মালিকরা বলেন, গেল কয়েক বছরের তুলনায় এ বছর কৃষি মেলার আয়োজন অনেক বড় পরিসরে করা হয়েছে। মেলার দিন থেকেই শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার লোকজন বিভিন্ন ধরণের গাছের চারা কিনছেন। তবে এবার ফুল গাছ ও কলমের আম গাছের চাহিদা বেশি।
এ কৃষি মেলা প্রসঙ্গে উপজেলা বীজ প্রসেসিং সেন্টারের উপ-পরিচালক কৃষিবিদ নাজমা হোসাইন বলেন, মেলায় একটি পুকুর খননের প্রদর্শনী করা হয়েছে। পুকুরে মাছ চাষ ও তার চার পাড়ে কিভাবে সবজি চাষাবাদ করা যায় সে বিষয়ে শিক্ষার্থী ও উদ্যোক্তাদের পরামর্শ দেয়া হচ্ছে। এ লক্ষে বিএডিসির জমিতে প্রদর্শনী করা হয়েছে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আল মামুন রাসেল বলেন, করোনার সংক্রমণ কাটিয়ে প্রায় ৩ বছর পর কৃষি মেলার আয়োজন করা হয়েছে। মেলায় ব্যাপক সাড়া পাচ্ছি এবং প্রচুর পরিমাণে গাছ বিক্রি হচ্ছে। পাশাপাশি কৃষির যান্ত্রিক প্রদর্শনীও করা হয়েছে। আমাদের এ মেলা ৩ ব্যাপি হওয়ার কথা থাকলেও জনগণের অনুরোধে আরও একদিন বৃদ্ধি করা হয়েছে। এবার কৃষি মেলায় ৩৫টি স্টল প্রদর্শনী হয়েছে।
এএজেড