দৌলতদিয়ায় নদীভাঙনে ফেরিঘাট বন্ধ
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ৫নং ফেরিঘাটের মিড ওয়াটার এ্যাপ্রোচ সড়কে পদ্মার ভাঙন দেখা দিয়েছে। আপাতত পল্টুন অন্যত্র সরিয়ে রেখে ঘাটটি বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। তবে নদীভাঙনের ঝুঁকিতে রয়েছে আরও ৩টি ফেরিঘাটসহ আশপাশের কয়েকটি গ্রাম।
জানা যায়, পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তীব্র স্রোতের কারণে মঙ্গলবার দুপুর ২টার দিকে দৌলতদিয়া ৫নং ফেরিঘাট এলাকায় ভাঙন দেখা দিয়েছে। এতে ফেরিঘাটের এ্যাপ্রোচ সড়কের কিছু অংশসহ আশপাশের কয়েকটি দোকান নদীগর্ভে চলে যায়। বিআইডব্লিউটিএ ওই ঘাট দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। নদীভাঙনের ঝুঁকিতে রয়েছে দৌলতদিয়া ৩, ৪ ও ৬নং ফেরিঘাট। যেকোনো সময় নদীভাঙনের কারণে বন্ধ হয়ে যেতে পারে ওই ঘাটগুলো। ঘাটের আশপাশের ব্যবসায়ী ও এলাকাবাসীর মাঝে নদীভাঙনের আতঙ্ক দেখা দিয়েছে।
দৌলতদিয়া ঘাট হকার্স সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন লাল্টু বলেন, এক সপ্তাহ ধরে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ঘাট কর্তৃপক্ষ আগেই জিও ব্যাগ ফেলে ব্যবস্থা নিলে আজকে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙনের কবলে পড়ত না।
বিআইডব্লিউটিএ আরিচা অঞ্চলের উপ-সহকারী প্রকৌশলী মোকবুল হোসেন জানান, কয়েকদিন ধরে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদীতে তীব্র স্রোত দেখা দিয়েছে। ৫নং ফেরিঘাটের মিড ওয়াটার এ্যাপ্রোচ সড়কে নদীভাঙন দেখা দিয়েছে। ফেরিঘাটটি দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ৩, ৪ ও ৬নং ফেরিঘাটও নদীভাঙনের ঝুঁকিতে রয়েছে। ভাঙন এলাকায় প্রাথমিকভাবে জিও ব্যাগ ফেলে নদীভাঙন প্রতিরোধ করা হবে।
এসজি