টাঙ্গাইলে নিহত ৩ শ্রমিকের পরিবার পাচ্ছে ৬০ হাজার টাকা
টাঙ্গাইলের গোপালপুরে একতা এগ্রোফুড প্রোডাক্টস্ লিমিটেড নামে একটি অটো রাইস মিলের রাইস মিলের হুপার ভেঙে ৩ শ্রমিক প্রাণহানির ঘটনায় পরিবহন ও দাফন কাজ সম্পন্ন করতে ২০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি।
এদিকে, এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাসেমকে প্রধান করে ৬ সদস্য বিশিষ্ট এ কমিটিকে আগামী ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়া নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি জানান, রবিবার রাত সাড়ে ৯ টার দিকে গোপালপুর পৌরসভার ডুবাইল এলাকার একতা রাইস মিলে কাজ করার সময় দুর্ঘটনায় তিনজন শ্রমিক নিহত হয়। তাদের সবার বাড়ি কুড়িগ্রামে। এ জন্য প্রাথমিকভাবে লাশ নেওয়া ও দাফন কাজ সম্পন্ন করতে নিহত প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে প্রাদান করা হয়েছে।
জেলা প্রশাসক আরও বলেন, এ ঘটনায় ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এরআগে আজ সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিহতদের ময়না তদন্ত সম্পন্ন হয়। পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
প্রসঙ্গত, রবিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পৌর শহরের ডুবাইল এলাকায় একতা এগ্রোফুড প্রোডাক্টস্ লিমিটেডের অটো রাইস মিলের হুপার ভেঙে ৩ শ্রমিক নিহত হয়। এ ঘটনায় আহত আরও বেশ কয়েকজন শ্রমিক। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার কাজ চালায়।
এএজেড