পুলিশ কখনো শান্তি প্রিয় মানুষকে গুলি করে না: কৃষিমন্ত্রী
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, পুলিশ কখনোই শান্তি প্রিয় মানুষকে গুলি করে না। তারা যখন গুলি করে তা কেবলই আত্মরক্ষার জন্য। দেশের পুলিশ ও জনগণ তাদের আত্মরক্ষার জন্য যেকোনো মূল্যে দেশকে স্থিতিশীল রাখবে। উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে। যারা শান্তি প্রিয় মানুষ তাদের রক্ষা করবে। যারা শান্তি চায় না, দেশকে অস্থিতিশীল করতে চায়, গন্ডগোলের দিকে নিয়ে যেতে চায়, তাদের পরিণাম আইন অনুযায়ী ভোগ করতে হবে।
শনিবার (৩ সেপ্টেম্বর) বিকালে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাহারতা ধূমকেতু মাঠে অনুষ্ঠিত আব্দুর রাজ্জাক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যের জবাবে তিনি বলেন, আজকে ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটাই নাকি তাদের শেষ লড়াই। শেষ লড়াই হয়েছে বাংলাদেশে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়। তারপর যা হয়েছে তা সবই হত্যাকাণ্ড।
বিএনপি নেতাদের উদ্দেশ্যে কৃষিমন্ত্রী বলেন, আপনারা বলেন, বাংলাদেশ নাকি খাদের পাড়ে। প্রকৃতপক্ষে বাংলাদেশ খাদের পাড়ে নয়। বিএনপিই খাদের মধ্যে হাবুডুবু খাচ্ছে, শুধু নাকটি জেগে আছে। আবার যদি বিএনপি দেশকে অস্থিতিশীল করতে চায় তাহলে খালের পানিতে, নদীর পানিতে ডুবে যাবে। আমরা এমনটি চাই না। আপনারা শান্তিপূর্ণভাবে চলেন।
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল ৮ আসনের সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহের, টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গনি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার, সাধারণ সম্পাদক অনুপম শাজাহান জয় প্রমুখ।
এসজি