ব্যরিস্টার সুমনের খেলা দেখতে জনতার ঢলে ভাঙলো টিনের চাল
ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ৪৩ তম জন্মদিন পালন করতে ফরিদপুরে প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন। তার এ ফুটবল ম্যাচ দেখতে মাঠে হাজির হন প্রায় অর্ধলাখ মানুষ।
শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর সুলতানপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলার আয়োজন করে আনোয়ারা-মান্নান বেগ ফাউন্ডেশন।
মাঠের চারপাশ উপচেপড়া দর্শকেরা অবস্থান নেন আশেপাশের ভবন, টিনের চাল ও উঁচু গাছে। এক পর্যায়ে মাঠের দক্ষিণ পাশে একটি টিনের ঘরের চাল ধ্বসে পড়ে দর্শকের চাপ সহ্য করতে না পেরে।
খেলায় সিলেটের ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ও চর সুলতানপুর উচ্চ বিদ্যালয় স্পোর্টিং ক্লাব অংশ নেয়। এতে উভয় দলে জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড় অংশ নেন।
খেলা শুরুর আগে উদ্বোধনী বক্তব্যে ব্যারিস্টার সুমন ফুটবলের প্রতি ফরিদপুরের মানুষের বিশেষ ভালোবাসার প্রশংসা করে বলেন, জন্মদিনে এই মাঠে এসে হাজার হাজার দর্শকের উপস্থিতি দেখে আমি সত্যিই অভিভূত। মাঠে ঢোকার আগে আমার বউ আমাকে ফোন করে বললো, জন্মদিনে তুমি আমারে ফেলে চলে গেলা, তোমার কাছে আমি আপন নাকি ফরিদপুর বেশি আপন?
স্ত্রীকে উত্তরে আমি কইলাম, তুমিতো আমার বউ, বিপদে পড়লে আমারে ছাইড়া চইলা যাবা; কিন্তু এই ফরিদপুরের মানুষ কাউরে একবার ভালবাসলে তারে আর ছাইড়া যায় না। এই পদ্মাসেতু যদি আগে হইতো তাহলে ফরিদপুরের সাথে সিলেটের অনেক বিবাহের সম্পর্ক তৈরি হতো। আমি আমার এলাকার মুরুব্বিদের বলবো, এখন পদ্মা সেতু হয়ে গেছে, আপনারা এখন খুব সহজেই ফরিদপুরে আপনাদের ছেলেমেয়েদের বিয়ের সম্পর্ক গড়ে তুলতে পারবেন। তিনি সকলকে খেলাধুলা ও লেখাপড়ার প্রতি মনযোগী হওয়ার অনুরোধ জানান।
৯০ মিনিটের খেলা ১-১ গোলে ড্র হয়। পরে উভয় দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা কবির ত্রপা, আনোয়ারা-মান্নান বেগ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মোহসিন বেগ, চরভদ্রাসন থানার ওসি রিন্টু মন্ডল, ফুটবল ম্যাচের আয়োজক মুজাহিদ বেগ প্রমুখ মঞ্চে উপস্থিত ছিলেন।
আনোয়ারা-মান্নান বেগ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মোহসিন বেগ জানান, এলাকায় দীর্ঘদিন বড় পরিসরে এমন ফুটবল ম্যাচের আয়োজন করা হয় না। আমরা এলাকার যুব সমাজকে মাদক-সন্ত্রাস থেকে দূরে রাখতে এ আয়োজন করেছি।
এমএ/এএস