পানির দামে কাঁচা মরিচ বিক্রি!
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম দিন দিন বেড়েই চলছে। যা ক্রমেই চলে যাচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত মানুষদের ক্রয় ক্ষমতার বাইরে। তবুও বাধ্য হয়ে বেশি দামেই কিনতে হচ্ছে দামেই নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। হাট-বাজারগুলোতে সবকিছুরই যখন দাম আকাশচুম্বী ঠিক সেই সময়েই দাম কমলো কাঁচা মরিচের। ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছে ক্রেতারা।
শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকালে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা নিকরাইল হাটের কাঁচা বাজার ঘুরে দেখা গেছে, ছোট-বড় কাঁচা মরিচ ব্যবসায়ীরা অনেকটা হাঁক-ডাক করে ৫০ টাকা কেজি দরে বিক্রি করছেন।
তবে, কেউ কেউ ২৫০ গ্রাম নিলে ১৫ টাকা ও ৫০০ গ্রাম (আধা কেজি ) নিলে ২৫ টাকা বিক্রি করছেন। সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে অনেককে আবার ৪০ টাকা কেজি দরেও কাঁচা মরিচ বিক্রি করতে দেখা গেছে। এতে করে প্রতিটা কাঁচা মরিচ দোকানগুলোতে দেখা যায় ক্রেতাদের উপচে পড়া ভিড়।
সম্প্রতি কয়েকদিন আগেও কয়েক মাস ধরে ২০০ থেকে ২৬০ টাকা দরে স্থানীয় হাট-বাজারগুলোতে কাঁচা বিক্রি করেছে বিক্রেতারা। সর্বশেষ গেল কয়েক হাটেও কাঁচা মরিচের দাম কমে ৮০-১২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
কাঁচা মরিচ ক্রেতা রাশেদ আলী জানান, বেশ কিছুদিন ধরে বেশি দামে কাঁচা মরিচ কিনতে হয়েছে। আজ হাটে এসে কাঁচা মরিচ ব্যবসায়ীরা ৫০ টাকা কেজি দরে হাঁক-ডাক করছেন। পরে দাম কম হওয়ায় ২ কেজি নিয়েছি। পরে এর চেয়েও কমে বিক্রি হয়েছে। ফলে অনেকটা স্বস্তি ফিরেছে কাঁচা মরিচে।
কাঁচা মরিচ বিক্রেতা রমজান আলী জানান, কয়েক দিন ধরে মোকামে নতুন কাঁচা মরিচ উঠেছে। সেকারণেই কাঁচা মরিচের দাম অনেক কমেছে। তবে, আজকের হাটে সবচেয়ে কমদামে কাঁচা মরিচ বিক্রি করা হয়েছে। যার কারণে ক্রেতারা কয়েক কেজি করে কিনছেন কাঁচা মরিচ।
টিআর