শাওন হত্যায় মামলা, বিএনপিকে দোষারোপ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি চলাকালে নারায়ণগঞ্জে দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে যুবদল কর্মী শাওন প্রধানের নিহতের ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। তবে মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে শাওনের বড় ভাই মিলন প্রধান বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় এ মামলা করেন। অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে এ মামলাটি করেন তিনি।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমীর খসরু এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, নবীনগরের একটি ওয়ার্কশপে মিস্ত্রি হিসেবে কাজ করতে শাওন। তিনি গতকাল সকালে ওয়ার্কশপের জন্য মালামাল কিনতে বাসা থেকে বেরিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দেন। পরে দুপুর ১টার দিকে শাওনের ভাই মুঠোফোনে খবর পান যে, শাওন মারা গেছে। তার লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে রয়েছে। তিনি সেখানে গিয়ে ভাইয়ের লাশ শনাক্ত করেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে মামলার এজহারে তিনি উল্লেখ করেছেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও দলের অঙ্গসংগঠনের প্রায় ৫ হাজার নেতাকর্মী ইটপাটকেল, আগ্নেয়াস্ত্র নিয়ে দফায় দফায় মিছিল করে। এসময় তারা পুলিশের উপর ইটপাটকেল ছোড়ে ও অবৈধ অস্ত্র নিয়ে আক্রমণ করে। তাদের অবৈধ অস্ত্রের গুলিতে মাথায় ও বুকে গুরুতর জখম হয়ে রাস্তায় পড়ে যায় শাওন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে মামলার বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হয়নি শাওনের ভাই মিলন। তিনি তার ভাই হত্যার বিচার চান।
এর আগে গতকাল রাত ১২টার দিকে পুলিশ ও ডিবি পুলিশের উপস্থিতিতে শাওনের ভাই মিলন প্রধান ও মামা মোতাহার হোসেনের কাছে মরদেহ হস্তান্তর করে পুলিশ। পরে রাত সোয়া ১টার দিকে পুলিশি পাহাড়ায় নবিনগর কবরস্থানে তাকে দাফন করা হয়।
প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় গুলিবিদ্ধ হয়ে শাওনের মৃত্যু হয়। এ ছাড়া পথচারী ও নারীসহ গুলিবিদ্ধ হন প্রায় ২৬ জন।
এদিকে শাওন নিহত হওয়ার পর বিএনপি তাকে যুবদলের কর্মী হিসেবে দাবি করে। অন্যদিকে শাওনকে যুবলীগ কর্মী দাবি করে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে শাওনের যুবদলের পদ পাওয়ার চেষ্টা করছিলেন বলে স্থানীয় সূত্রে জানা যায়। এমনকি তার ফেসবুক ঘেঁটেও যুবদলের সঙ্গে জড়িত থাকার বিষয়টি জানা যায়।
এসজি