মিনি পিকআপ-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে আহত ৮
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী পৌরসভার ভবানীপুর আহম্মেদ আলী মৃধা কলেজে সামনে মিনি পিকআপ-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে ১ নারীসহ মাহেন্দ্রের ৮যাত্রী আহত হয়েছে। বুধবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মাহেন্দ্র গাড়িটা কালুখালী থেকে যাত্রী নিজেকে রাজবাড়ী যাচ্ছিল। আহতদের মধ্যে ৫ জনকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৩জনের অবস্থা গুরুতর। আহত বাঁকি ৩জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে স্থানীয়দের সহযোগিতার স্বজনরা বাড়িতে নিয়ে গেছে।
হাসপাতালে ভর্তি আহতরা হলো- কালুখালী উপজেলার কালিকাপুরের আনোয়ার হোসেনের ছেলে আশরাফ হোসেন (৪৫) ও বিষ্ণুর মেয়ে সবিতা রাণী (৪৫), তফাদিয়া গ্রামের লিয়াকত দেওয়ানের ছেলে রানা দেওয়ান (৩৫), চর-নারায়ণপুর গ্রামের নিরঞ্জন হালদারের ছেলে সুজন হালদার (৪০) এবং মাহেন্দ্র চালক সদর উপজেলার চন্দনী ইউনিয়নের হরিণধারা গ্রামের আজগর মোল্লার ছেলে চাঁন মিয়া (৪০)। আহতদরের মধ্যে ৩ জনের অবস্থা গুরুত্বর।
প্রত্যক্ষদশী জুয়েল সরদার বলেন, মাহেন্দ্র গাড়িটা দ্রুত গতিতে যাচ্ছিল। পিকআপ গাড়িটার গতি স্বাভাবিক ছিল মাহেন্দ্র গাড়িটি ওভারটেক করতে গিয়ে পিকাপের সামনে চলে এসে এতে মুখোমুখি সংঘর্ষ হয়। মাহেন্দ্র গাড়িতে ৮জন যাত্রী ছিল। সবাই আহত হয়েছে এর মধ্যে ৩ জনের অবস্থা গুরুত্বর।
পাংশা হাইওয়ে থানার এস আই মোঃ জুয়েল রানা বলেন, সকাল সাড়ে ৯টায় দিকে কুষ্টিয়ার দিক থেকে ছেড়ে আসা একটি মাহেন্দ্র রাজবাড়ীর দিক থেকে ছেড়ে আসা মিনি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রের যাত্রী সবাই আহত হয়। এর মধ্যে ৫ জনকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাহেন্দ্র ও পিক আপ টি আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। মাহেন্দ্রের চালক আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। পিক আপ চালক পালিয়ে গেছে।
এএজেড