ধামরাইয়ে কাভার্ডভ্যান-পিকআপ সংঘর্ষে নিহত ২
ঢাকার ধামরাইয়ে কাভার্ডভ্যান-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও দুই পরিবহনের চালকসহ ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
রবিবার (১৪ আগস্ট) দুপুর ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই ঢুলিভিটা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত একজনের পরিচয় জানা গেছে। তার নাম সাব্বির (২২)। তিনি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আলিয়াপাড়া গ্রামের বাসিন্দা। আহতরা হলেন- ওমর ফারুক (২৮), রকি (২৬) ও এনামুল (২৭)। বাকিদের সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে আরিচাগামী একটি পিকআপভ্যানের সঙ্গে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়, আরেকজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয়। এ ঘটনায় কাভার্ডভ্যান এবং পিকআপের দুই চালকসহ ৫ জন আহত হন।
ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ঢাকাপ্রকাশ-কে বলেন, ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে আনার পর আরও একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকিদের মধ্যে একজন উপজেলা হাসপাতালে ভর্তি এবং অন্যজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা ঢাকাপ্রকাশ-কে বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে একজনের মরদেহ উদ্ধার করি এবং আহতদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।
এসজি/