যৌতুকের জন্য সন্তানদের পায়ে খুনতির ছ্যাঁকা পাষণ্ড বাবার
ঢাকার সাভারে যৌতুক না পেয়ে নির্যাতনের পর স্ত্রীকে তাড়িয়ে দেওয়ার পর দুই সন্তানের পায়ে গরম খুনতির ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠেছে 'নুর আলম' নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় নুর আলমের স্ত্রী জয়মেনা খাতুন তার স্বামীকে মাদকাসক্ত দাবি করে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ করেন।
বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে ঢাকাপ্রকাশকে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম। এর আগে বুধবার (১০ আগস্ট) বিকালে পৌর এলাকার সবুজবাগ কোবা মসজিদের পাশের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বাবার গরম খুনতির ছ্যাকায় আহত ৯ বছরের শিশু আরোবি ও তার ভাই ৫ বছর বয়সী আলিফ বর্তমানে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্ত নুর আলম (৩২) জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার পূর্বমাতাপুর গ্রামের আব্দুর রবের ছেলে।
জয়মেনা খাতুন বলেন, 'নুর আলম প্রায়ই যৌতুকের টাকার জন্য আমার উপর অত্যাচার করেন। গত ২৮ জুলাই যৌতুকের দাবিতে আমাকে মারধর করেন। পরে জোর করে নীলফামারী আমার বাবার বাড়িতে পাঠিয়ে দেন। আমার সন্তানদের তার কাছে রেখেই আমাকে যেতে বাধ্য করেন। গতকাল শুনতে পাই আমার অবুঝ ছেলে মেয়েকে ওই পাষণ্ড গরম খুনতি দিয়ে পা ঝলসে দিয়েছে। খবর পেয়ে আমি সাভারে চলে আসি। বাড়িওয়ালা না থাকলে আমার সন্তানদের ও মেরেই ফেলত। তাদের কাঁদতেও দেয়নি ওই পাষণ্ড। মুখ চেপে রেখেছিল। বাড়িওয়ালা ওই রুমে গেলে নুর-আলম পালিয়ে যায়।'
এ ব্যাপারে ওসি কাজী মাইনুল ইসলাম ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘ঘটনার পর থেকে অভিযুক্ত নুর আলম পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
এসআইএইচ