ভাড়া নিয়ে বাকবিতণ্ডা, অধিকাংশ বাসে নেই ভাড়ার চার্ট
সাভার-আশুলিয়া সড়কে চলাচলকারী অধিকাংশ বাসেই নেই ভাড়ার চার্ট। ফলে ভাড়া নিয়ে যাত্রী ও ভাড়া আদায়কারীর (কন্টাক্টর) মধ্যে বাকবিতণ্ডা হচ্ছে। কোনো কোনো জায়গায় মারামারির মতো অপ্রীতিকর ঘটনাও ঘটছে।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাসের ভাড়া বাড়ানো হয় গত ৬ আগস্ট (শনিবার) থেকে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ ৮ আগস্ট নতুন ভাড়ার তালিকা তাদের ওয়েবসাইটে প্রকাশ করে। সেই সঙ্গে সব বাসে নতুন ভাড়ার তালিকা রাখার জন্য বাস মালিক সমিতিকে নির্দেশ দেওয়া হয়।
তবে মঙ্গলবার (৯ আগস্ট) সরেজমিনে সাভার-আশুলিয়া সড়কে চলাচলকারী বাসে দেখা যায়, অধিকাংশ বাসেই ভাড়ার চার্ট নেই। ফলে ইচ্ছেমতো ভাড়া আদায় করছে কন্টাক্টররা। আবার যাত্রীদের মধ্যে কেউ কেউ বৃদ্ধিকৃত ভাড়া দিতেও অস্বীকৃতি জানান। ফলে বাস কন্টাক্টরদের সঙ্গে ভাড়া নিয়ে বাকবিতণ্ডা হচ্ছে তাদের। কোনো কোনো জায়গায় তা হাতাহাতি, মারামারির পর্যায়ে পৌঁছে যাচ্ছে।
রইছ পরিবহনের যাত্রী আল মামুন অভিযোগ করেন, কন্টাক্টর বলতেছে ভাড়া বাড়ছে। কিন্তু ভাড়ার তালিকা চাইলাম, দেখাতে পারল না। ভাড়ার তালিকা না দেখে সঠিক ভাড়া দেব কীভাবে?
ঠিকানা পরিবহনের কন্টাক্টর সবুজ মিয়ার কাছে ভাড়ার তালিকা দেখতে চাইলে তিনি বলেন, আমাদেরকে এখনো ভাড়ার চার্ট দেওয়া হয় নাই। ভাড়ার চার্ট পাইলেই বাসে লাগাব।
এ বিষয়ে জানতে চাইলে ঠিকানা পরিবহনের ম্যানজিং ডিরেক্টর রিপন মোল্লা বলেন, ভাড়ার তালিকা কিছু কিছু বাসে দেওয়া হয়েছে। দ্রুতই সব বাসে দেওয়া হবে।
ঢাকা জেলা উত্তরের ট্রাফিক বিভাগের দায়িত্বে থাকা পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফি জানান, কোনো বাস কন্টাক্টর যেন বেশি ভাড়া আদায় না করতে পারে সেই বিষয়ে পুলিশ সদস্যরা সচেষ্ট রয়েছেন। কেউ নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
এসজি/