২ বছর পর চালু হলো কুড়িগ্রাম-রংপুর রেলপথে ট্রেন
দীর্ঘ ২ বছর বন্ধ থাকার পর আবারো চালু হলো কুড়িগ্রামের চিলমারীতে রমনা বাজার-রংপুর, কাউনিয়া-রমনা বাজার রেলপথে কমিউটার ট্রেন। মঙ্গলবার (১ মার্চ) সকাল ৮টায় রমনা বাজার স্টেশনে ফিতা কেটে পতাকা উড়িয়ে ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
গত ২০২০ সালের ৮ মার্চ দুপুরে চিলমারীর রমনা থেকে পার্বতীপুরগামী একটি ট্রেন ছেড়ে যাওয়ার পর আর ফিরে আসেনি। সেই ৮ মার্চ ২০২০ থেকে বন্ধ থাকার পর ফের আজ (১ মার্চ) সকালে চিলমারী কমিউটার নামে মেইল ট্রেনটি আবারো চালু হয়। ট্রেনটি রমনা বাজার স্টেশন থেকে ছেড়ে কাউনিয়া হয়ে রংপুর পর্যন্ত যাবে। এরপর ওই ট্রেনটি লালমনিরহাট থেকে রওনা দিয়ে কাউনিয়া হয়ে রমনা বাজারে ফিরে আসবে বলে জানা যায়।
চিলমারী কমিউটার ট্রেনের উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রম, অতিরিক্ত সচিব (অব.) বদরুল আলম বাবুল, উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শাহ সুফি নুর মোহাম্মদ, বিভাগীয় প্রকৌশলী আহসান হাবিব, বিভাগীয় যন্ত্র প্রকৌশল (লোকো) শাহিনুর আলম অপু, বিভাগীয় যন্ত্র প্রকৌশল ক্যারেজ এহতেসাম মোহাম্মদ সফিক, সহকারী ট্রাফিক সুপারইনটেনডেন্ট মো. আবু তাহের, সহকারি পরিবহন কর্মকর্তা ফারুকুল ইসলাম, সহকারি বাণিজ্যিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমুখ।
সূত্র মতে, ১৯২৮ সালের ২ আগস্ট বন্দর নগরী চিলমারী থেকে প্রথম রেলপথে ট্রেন চালু হয়। তিস্তা থেকে কুড়িগ্রাম হয়ে চিলমারীর রমনা স্টেশন পর্যন্ত ৫৭ কিলোমিটার রেলপথের মধ্যে ৪৩ কিলোমিটার রেলপথ পড়ে কুড়িগ্রাম জেলার ভেতরে। সে সময় যাত্রীদের সুবিধার্থে এই ৪৩ কিলোমিটার রেলপথে স্থাপন করা হয় আটটি স্টেশন।
কুড়িগ্রাম রেলপথ চালুর পর পার্বতীপুর-রমনা রেলপথে সকাল ও সন্ধ্যা মিলে দুটি এবং লালমনিরহাট-রমনা রেলপথে দুপুর ও রাত মিলে দুটিসহ মোট চারটি ট্রেন চালু ছিল। তবে ২০০২ সালের দিকে হঠাৎ করে পার্বতীপুর-রমনা রুটে একটি এবং লালমনিরহাট-রমনা রুটের দুটি ট্রেনসহ মোট তিনটি ট্রেন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এরপর থেকে একটি ট্রেন পার্বতীপুর-রমনা রেলপথে সকালে রমনা থেকে তিস্তায় গিয়ে ফের দুপুরে চলাচল করছিল। কিন্তু হঠাৎ করে ২০২০ সালের ৮ মার্চ ট্রেনটি রমনা থেকে ছেড়ে যাওয়ার পর প্রায় ২৪ মাস এ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে।
এসআইএইচ