বরিশালে বিএনপির সমাবেশ নিয়ে ওয়ার্ড নেতাদের ক্ষোভ!
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে মঙ্গলবার (১ মার্চ) বরিশালে মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ সফল করতে নগরীর ওয়ার্ড পর্যায়ে ধারাবাহিকভাবে প্রস্তুতি সভা করেছেন নেতারা।
তবে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির নেতাদের বিরুদ্ধে অভিযোগ- ২৩, ২৪ ও ২৫ নম্বরসহ বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতাদের পাশ কাটিয়ে নিজেদের অনুসারীদের নিয়ে সভা করেছেন তারা।
এদিকে, ওয়ার্ড নেতাদের পাশ কাটিয়ে অন্যদের নিয়ে প্রস্তুতি সভা করা অসাংগঠনিক বলে দাবি করেছেন মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আলী হায়দার বাবুল।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ছিল বিএনপির। কিন্তু বরিশালে চরমোনাই দরবার শরীফের ৩ দিনব্যাপী মাহফিলের কারণে বরিশাল মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ পিছিয়ে মঙ্গলবার (১ মার্চ) সকাল ১০টায় দলীয় কার্যালয় চত্বরে নির্ধারণ করা হয়েছে।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ ছাড়া কেন্দ্রীয় নেতারাও সমাবেশে বক্তব্য রাখবেন।
নগরীর ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার বলেন, “দীর্ঘদিন ধরে মামলা-হামলা ও কারাবরণ সহ্য করে দলের সব কর্মসূচিতে অংশগ্রহণ করছেন ওয়ার্ড নেতারা। মহানগর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠনের পরও মহানগরের সব কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন তারা। এরপরও ১ মার্চের বিক্ষোভ সমাবেশ সফল করতে ওয়ার্ড পর্যায়ের প্রস্তুতি সভায় তাদের ডাকা হয়নি। যাদের নিয়ে সভা করা হয়েছে তারা বর্তমান ওয়ার্ড কমিটির কোনো পদেও নেই।” বর্তমান কমিটি পাশ কাটিয়ে অন্যদের নিয়ে প্রস্তুতি সভা করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এ বিষয়ে মহানগর বিএনপির একাধিক যুগ্ম-আহ্বায়ক জানান, আহ্বায়ক ও সদস্য সচিব অন্য যুগ্ম-আহ্বায়ক ও সদস্যদের সঙ্গে পরামর্শ করে দলের কার্যক্রম পরিচালনা করবেন। কিন্তু তারা যুগ্ম-আহ্বায়কদের পাশ কাটিয়ে নিজেদের খেয়াল-খুশি মতো দলের কার্যক্রম পরিচালনা করছেন। কোনো যুগ্ম-আহ্বায়কের মতামত নেন না তারা।
এ ছাড়া বর্তমান ওয়ার্ড কমিটির নেতাদের পাশ কাটিয়ে তাদের অনুসারীদের নিয়ে অগঠনতান্ত্রিকভাবে প্রস্তুতি সভা করা হয়েছে।
এদিকে, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলী হায়দার বাবুল বলেন, “কোনো ওয়ার্ডে যদি কমিটি থাকে বা ওয়ার্ড নেতারা যদি সক্রিয় থাকেন তাহলে তাদের বাদ দিয়ে অন্যদের নিয়ে ওয়ার্ডে প্রস্তুতি সভা করা অসাংগঠনিক এবং অযৌক্তিক।”
এ বিষয়ে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, “বিক্ষোভ সমাবেশ সফল করতে সকল ওয়ার্ডে প্রস্তুতি সভা হয়েছে। সভার আগে সদস্য সচিব মুঠোফোনে ক্ষুদে বার্তা পাঠিয়ে বা লোক মারফত সব ওয়ার্ডে খবর পাঠানো হয়েছে।”
এমএসপি