৭ বছর পর সিরাজগঞ্জ আওয়ামী লীগের সম্মেলন
৭ বছর পর সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল সোমবার (২৮ ফেব্রুয়ারি)।
জেলা সম্মেলন ঘিরে শহর জুড়ে সাজসাজ রব। শহরের প্রবেশ মুখ থেকে শুরু হয়েছে ব্যানার, ফেসটুন, প্ল্যাকার্ড, হোর্ডিং টানানো হয়েছে। বেশ কিছু তোরণ নির্মাণ করা হয়েছে। সম্মেলন স্থল সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে মঞ্চ প্রস্তুত করা হয়েছে।
এদিকে জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের সমর্থক ও নেতা-কর্মীরা রঙ-বেরঙের পোস্টার ও ব্যানারে তাদের পছন্দের প্রার্থীর নাম জানান দিচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক সরগরম। কে হচ্ছেন সভাপতি আর কে হচ্ছেন সাধারণ সম্পাদক এ নিয়ে যেন জল্পনা-কল্পনার শেষ নেই। এখন পর্যন্ত সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী নয়জনের নাম উঠে এসেছে আলোচনায়।
সর্বশেষ সভাপতি হিসেবে যাদের নাম আলোচনায় রয়েছে তারা হলেন- বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি কে এম হোসেন আলী হাসান, বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল লতিফ বিশ্বাস, জেলা আওয়ামী লীগের বর্তমান সহসভাপতি আবদুর রহমান ও মুক্তিযোদ্ধা বিমল কুমার দাস।
এ ছাড়া সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ তালুকদার, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ড. জান্নাত আরা হেনরী, কৃষক লীগের কেন্দ্রীয় নেতা সাখাওয়াত হোসেন সুইট, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শামসুজ্জামান আলো এবং জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ফারুক।
ভারপ্রাপ্ত সভাপতি কে এম হাসান আলী হোসেন বলেন, সিরাজগঞ্জ জেলায় দলীয়ভাবে কোনো কোন্দল, বিশৃংখলা বা গ্রুপিং নেই। আমরা জেলা আওয়ামী লীগ এক ও অভিন্ন। সাংগঠনিকভাবে শক্তিশালী একটি সুসংগঠিত সংগঠন। আমি ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছি। আমার কর্মকাণ্ড এবং সাংগঠনিক যোগ্যতায় অবশ্যই আমি সভাপতি পদটি পাব, এ বিশ্বাস রাখি দলীয় প্রধান জননেত্রী শেখ হাসিনার উপর।
২০১৫ সালের ৮ জানুয়ারি সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সর্বশেষ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি নির্বাচিত হন আবদুল লতিফ বিশ্বাস এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া। ২০১৬ সালের ১৮ মার্চ চিকিৎসাধীন অবস্থায় গোলাম কিবরিয়ার মৃত্যু হলে সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. হাবিবে মিল্লাত মুন্নাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু ২০২১ সালের ২২ নভেম্বর দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে সংগঠনের গঠনতন্ত্রের বিধি মোতাবেক সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল লতিফ বিশ্বাস এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবে মিল্লাত মুন্নাকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়ে কে এম হোসেন আলী হাসানকে ভারপ্রাপ্ত সভাপতি ও আবদুস সামাদ তালুকদারকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়।
জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে বেলা ১১টায় সম্মেলন উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মো. আব্দুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও সভাপতি মণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাসান মাহমুদসহ আমন্ত্রিত অতিথিরা।
সম্মেলনে সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কে এম হোসেন আলী হাসান এবং সঞ্চালনা করবেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার।
এসএন