মানিকগঞ্জে বৃদ্ধার মরদেহ উদ্ধার, ছেলে আটক
মানিকগঞ্জ পৌরসভার বান্দুটিয়া এলাকার নিজ ঘর থেকে আমেনা বেগম (৭০) নামের এক নারীর মরদেহ উদ্ধার হয়েছে। এঘটায় জিজ্ঞাসাবাদের জন্য ছেলে ফিরোজ মিয়া (৩০) কে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে পৌছে দরজা ভেঙ্গে শোয়ার ঘরের মেঝেতে পড়ে থাকা অবস্থায় আমেনা বেগমকে দেখতে পান।
নিহত আমেনা বেগম (৭০), বান্দুটিয়া এলাকার মৃত আলতাফ হোসেনের স্ত্রী ।
প্রতিবেশিরা জানান, রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে ঘর থেকে আগুনের ধোয়া বের হতে দেখে প্রতিবেশিরা ঘরে থাকা মা এবং ছেলেকে ডাকতে থাকেন। প্রায় ঘন্টাখানেক ডাকাডাকির পর ঘরের ভেতর থেকে কোনো সাঁড়া না পেয়ে ৯৯৯ এ কল করেন। পরে পুলিশ এসে দরজা ভেঙে আমিনা বেগমকে মৃত অবস্থায় মেঝেতে দেখতে পান। এসময় ছেলে ফিরোজকে পাশে বসে ছিলেন এবং ঘরে থাকা প্লাস্টিকের একটি চেয়ারে আগুন জ্বলছিল।
স্বজনরা জানান, দেড় মাস আগে ছোট ছেলে ফিরোজ মিয়া ৭ বছর প্রবাসে কাটানোর পর দেশে ফেরেন। ফেরার পর থেকেই মায়ের সাথে নানা বিষয় নিয়ে কথা কাটাকাটি চলছিল তার। পরে ফিরোজকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে প্রায় এক মাস চিকিৎসা দেওয়া হয়। মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে তার মাথায় সমস্যা আছে জানালে গেল কয়েক সপ্তাহ আগে তাকে বাড়িতে নিয়ে আসা হয়।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছায়। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে। ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
কেএফ/