সিরাজগঞ্জে বৈদ্যুতিক মিটার চোর চক্রের হোতাসহ গ্রেপ্তার ৪
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলাসহ বিভিন্নস্থানে আবাসিক ও বাণিজ্যিক বৈদ্যুতিক মিটার চুরির ঘটনায় তৎপর হয়ে ওঠেছে পুলিশ। এসব মিটার চুরি চক্রের মূলহোতাসহ চার জনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে পুলিশ সুপারের (এসপি) হল রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসপি হাসিবুল আলম এ তথ্য জানান।
তিনি আরও বলেন, “শীত মৌসুমে কামারখন্দসহ জেলার বিভিন্ন স্থান থেকে এসব মিটার চুরির ঘটনা ঘটে। এ চক্রটি মাদকের কারবার ও অবৈধ অস্ত্র ব্যবহারেও জড়িত। কয়েকদিন আগেও কামারখন্দে মিটার চুরির ঘটনা ঘটে। চোরেরা মিটার চুরি করে নিয়ে যাওয়ার সময় সেখানে একটি বিকাশ নম্বর ফেলে রেখে যায়। ওই বিকাশ নম্বরে টাকা পাঠালেই তাদের মিটার ফেরত দেওয়া হয়।
ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে ডিবি পুলিশের একটি দল ওই উপজেলা মাহমুদাকুলা গ্রামে অভিযান চালিয়ে সবুজ মিয়াকে (২৬) গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ম্যাগাজিনসহ পিস্তল, এক রাউন্ড গুলি, ৪০ গ্রাম হেরোইন, মোবাইল ও সিম জব্দ করা হয়।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওইদিন সকালে একই এলাকার ঝাঐল ব্রিজের নিচে অভিযান চালিয়ে বগুড়ার কাহালু উপজেলার শীলকহর তেতুলিয়া গ্রামের হৃদয় হাসান রাজু (২৪), আদম দিঘী উপজেলার বিনাহালী গ্রামের গোলাম রব্বানী সাগর (২৬) ও সিরাজগঞ্জের চৌহালী উপজেলার রেহাই পুকুরিয়া গ্রামের মারুফ উদ্দিনকে (২৭) গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৪০ গ্রাম হোরেইন, সাতটি বৈদ্যুতিক মিটার ও মিটার খোলার সরঞ্জামাদি জব্দ করা হয়।
এ সংবাদ সম্মেলনে জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এমএসপি