লক্ষীপুরে পরকিয়া প্রেমিক ও প্রবাসীর স্ত্রীসহ আটক ৩
লক্ষীপুর সদরে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ পরকিয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার ঘটনায় অভিযুক্ত স্ত্রী ও পরকিয়া প্রেমিকসহ তিনজনকে আটক করেছে র্যাব।
আটককৃতরা হলেন-ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী রুমা আক্তার (৪০), পরকিয়া প্রেমিক লক্ষীপুরের কমলনগরের চর জাঙ্গালীয়া গ্রামের মৃত তোফায়েল আহম্মেদের পুত্র মহিন উদ্দিন (৩০) এবং চর লরেন্স গ্রামের মোহাম্মদ আলী ভূইয়া বাড়ির মোহসিন কবিরের স্ত্রী আয়েশা বেগম (৪৫)।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১১,সিপিসি-৩ নোয়াখালীর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো.শামীম হোসেন।
ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ভুক্তভোগী মো.আজাদ হোসেন একজন সৌদি প্রবাসী। সৌদি আরবে থাকার সুবাদে তার স্ত্রী রুমা আক্তার মহিন উদ্দিন ও মোক্তার হোসেন দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক চালিয়ে যেতে থাকে। ভুক্তভোগী দেশে এসে তার নিকট আত্নীয় স্বজনদের মাধ্যমে স্ত্রীকে সংশোধনের চেষ্টা করলে বাদীকে তার স্ত্রী নারী নির্যাতনের মামলা মোকদ্দমার ভয়-ভীতি প্রদর্শন করে। পরবর্তীতে তার স্ত্রী পূর্ব পরিকল্পিত ভাবে গত ২১ ফেব্রুয়ারি সকালে বাড়ি হতে ১৬.৫০ গ্রাম স্বর্ণালংকার, নগদ ২০ লাখ টাকা, তাদের মেয়ে আয়শা আক্তার রাফুমনিকে (৮) নিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে ২৩ ফেব্রুয়ারি রাতে গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার নয়াপল্টন ও লক্ষীপুর জেলার ঝুমুর মোড়ে অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করে এবং তাদের হেফাজত হতে ২টি স্বর্ণের চেইন, ১ জোড়া স্বর্ণের কানের দুল, ৬টি স্বর্ণের আংটি, ১টি স্বর্ণের নাক ফুল, ১ জোড়া স্বর্ণের কানের টপসহ সর্বমোট ২৬.৪১ গ্রাম স্বর্ণ, নগদ ৪৫ হাজার ৫০০ টাকা, ২টি মোবাইল সেট, ১টি নকল স্বর্ণের ব্যাচলেট, ১টি নকল স্বর্ণের আংটি এবং ভুক্তভোগীর মেয়েকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে বলে জানায় র্যাব।
এসআইএইচ