কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা হত্যা মামলার পাঁচ আসামি গ্রেপ্তার
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঞ্চল্যকর আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান মণ্ডল হত্যা মামলার পলাতক পাঁচ আসামিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতভর অভিযান চালিয়ে জেলার বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, বুধবার রাতে সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প, র্যাব-১২ এর একটি আভিযানিক দল কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকা হতে সিদ্দিকুর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি চন্ডিপুর গ্রামের মৃত সোনা মালিথার ছেলে মিন্টু মালিথা (২৮), চাঁদপুরের মো. নজরুল মালিথার ছেলে রনি মালিথা (২৮), চাঁদগ্রাম গ্রামের মো. আব্দুল হামিদ ওরফে কটার ছেলে জনি (২৮) ও ড্যানি (২৫) এবং চাঁদগ্রামের মৃত জফো প্রামানিকের ছেলে জারমান প্রামানিক (৪০)গ্রেপ্তার করে।
পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদে মিন্টু মালিথা ও রনি মালিথার দেখানো জায়গা হতে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুইটি অস্ত্র উদ্ধার করা হয় বলে জানায় র্যাব। র্যাব আরো জানায়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
গ্রেপ্তারকৃত মিন্টু মালিথা ও রনি মালিথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক হত্যাকাণ্ডে তাদের জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে। এদিকে স্থানীয় জনগণ অনেকেই তাদেরকে সরাসরি এ হত্যাকাণ্ডে অংশ গ্রহণ করতে এবং বাকি তিনজনকে অন্যান্য সহযোগিতা প্রদান করতে দেখেছে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি সকালে ভেড়ামারা থানাধীন চাঁদগ্রাম মৌজার চাঁদগ্রাম চরে প্রকাশ্যে দিবালোকে গুলিবর্ষণ করে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান সিদ্দিককে নির্মমভাবে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনার পরদিন বাদী হয়ে ভেড়ামারা থানায় মামলা দায়ের করেন নিহতের ভাই মো. এনামুল হক। এর প্রেক্ষিতে পলাতক আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে র্যাব।
এসআইএইচ