শহিদ দিবসের দুদিন পরেও অর্ধনমিত জাতীয় পতাকা!
অমর একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দুইদিন পরেও জাতীয় পতাকা অর্ধনমিত রেখেছে টাঙ্গাইল মিল্ক ভিটা ও বিক্রয় কেন্দ্র কারখানা অফিস।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) পৌর শহরে ওই অফিস ঘুরে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত রাখা দেখা যায়। এ নিয়ে নানা মহলে বইছে আলোচনা-সমালোচনা।
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দিবসের দুইদিন পরেও এখনো অর্ধনমিত করে রেখেছে কর্তৃপক্ষ। বিষয়টি তাদের দায়িত্ব অবেলার সামিল।
স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন বলেন, ‘গায়ের রক্ত ঝরিয়ে দেশ স্বাধীন করেছি যে পতাকার জন্য আজ সে পতাকার অবমাননা মানতে খুব কষ্ট হয়। একটি সরকারি অফিসে এ ধরনের ভুল কখনো মানা যায় না।’
এ বিষয়ে টাঙ্গাইল দুগ্ধ কারখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. মোস্তফা সারোয়ার বলেন, ‘আমি বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করছি এবং পরবর্তীতে এ ধরনের ভুল হবে না।’
উল্লেখ্য, গত সোমবার একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পতাকা অর্ধনমিত রাখার নিয়ম অনুযায়ী পতাকা উত্তোলন করেন টাঙ্গাইল দুগ্ধ কারখানা।
এমএমএ/