সাতক্ষীরায় দুই পরিবারের বিরোধ দেখতে গিয়ে যুবকের মৃত্যু
সাতক্ষীরায় দুই পরিবারের মধ্যে বিরোধের দৃশ্য দেখার সময় পুকুরে পড়ে রবীন্দ্রনাথ মন্ডল নামে এক যুবকের (২৯) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাতে জেলার শ্যামনগর উপজেলার ভেটখালী গ্রামে এ ঘটনা ঘটে। রবীন্দ্রনাথ মন্ডল ভেটখালী গ্রামের অর্জুন মন্ডলের ছেলে।
যুবকের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন জানান, রবীন্দ্রনাথ মন্ডল শারীরিকভাবে অনেকটাই দুর্বল। ঘটনার দিন সকালে রবীন্দ্রনাথ কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। পরে বাড়িতে ফিরে নিকটস্থ টিকা কেন্দ্রে গিয়ে টিকা নেন। টিকা নেওয়ার কয়েকঘণ্টা পর তার প্রতিবেশীর বিরোধ দেখতে সেখানে উপস্থিত হন তিনি।
শেখ আল মামুন আরও জানান, করোনার টিকা দেওয়ার কারণে রবিন্দ্রনাথ দুর্বল হয়ে পড়লে ওই সময় সবার অগোচরে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যান। গুরুতর অসুস্থ অবস্থায় ওই সময় স্থানীয়রা রবিন্দ্রনাথকে উদ্ধার করে তার বাড়িতে নেওয়ার পর সেখানে মারা যান তিনি।
এ ব্যাপারে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, যুবকের মৃত্যুর ঘটনায় তার বাবা একটি অপমৃত্যু মামলা করেছেন। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে সেটি ময়না তদন্তের রিপোর্ট ছাড়া বলা সম্ভব না।
এমএসপি