পুলিশ সুপারের হস্তক্ষেপে রুমানা ফিরে গেলেন সংসারে
চুয়াডাঙ্গার পুলিশ সুপারের (এসপি) হস্তক্ষেপে রুমানা খাতুন ফিরে পেলেন সুখের সংসার।
পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, ১১ মাস আগে চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমিরদিয়া গ্রামের রেজাউল হকের মেয়ে রুমানা খাতুনের বিয়ে হয় শহরের মুসলিমপাড়ার আশির উদ্দিনের ছেলে জুয়েল রানার সঙ্গে। বিয়ের পর থেকে জুয়েল রানা ও তার পরিবারের লোকজন যৌতুকের দাবিতে রুমানা খাতুনকে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করতে থাকে। স্বামী ও তার পরিবারের নির্মম অত্যাচার সহ্য করতে না পেরে পুলিশ সুপার কাছে একটি লিখিত অভিযোগ করেন রুমান খাতুন।
অভিযোগটি আমলে নেন পুলিশ সুপার। তার কার্যালয়ে অবস্থিত ‘উইমেন সাপোর্ট সেন্টার’ এর মাধ্যমে বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে উভয় পক্ষকে পুলিশ সুপারের কার্যালয়ে হাজির করেন।
উইমেন সাপোর্ট সেন্টারের মাধ্যমে পুলিশ সুপার জাহিদুল ইসলামের (বিপিএম সেবা) মধ্যস্থতায় জুয়েল রানা সব বিবাদ ভুলে স্ত্রী রুমানাকে নিয়ে সংসার করতে সম্মত হন।
এ বিষয়ে এসপি জাহিদুল ইসলাম বলেন, “সবাই মিলে যৌতুকের অভিশাপ থেকে সমাজ-সংসারকে মুক্ত করতে হবে। এ জন্য অভিযান অব্যাহত থাকবে।”
এমএসপি