প্রতিবেশীর কটূক্তি সহ্য করতে না পেরে কলেজছাত্রীর আত্মহত্যা
পটুয়াখালীর দুমকিতে প্রতিবেশীর কটূক্তি সহ্য করতে না পেরে বৃষ্টি রাণী (১৯) নামে এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের উত্তর মুরাদিয়া গ্রামে নিজ বাড়ির ঘরের দোতলায় আড়ার সঙ্গে প্লাস্টিকের দড়ি বেঁধে গলায় ফাঁস দেন।
এর আগে ঘটনাটি টের পেয়ে বৃষ্টির মা রান্না ফেলে রেখে দৌড়ে এসে বৃষ্টিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি চিৎকার দিলে আশেপাশের মানুষ দৌড়ে আসে। একপর্যায়ে মেয়ের মা নিজেই মৃত বৃষ্টিকে নিচে নামিয়ে আনেন।
উল্লেখ্য, বৃষ্টি রাণী ওই এলাকার বিজয় কৃষ্ণ হাওলাদারের মেয়ে। তিনি সরকারি জনতা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, এক বছর আগে বাকেরগঞ্জের বোয়ালিয়ায় বৃষ্টির বিয়ে হয়েছিল। পরের দিন বৌভাত অনুষ্ঠানে মনোমালিন্য সৃষ্টি হলে পরিবারের মাধ্যমে বৃষ্টিকে ছাড়াছাড়ি করে বাড়িতে নিয়ে আসা হয়।
সম্প্রতি বৃষ্টিকে অন্য পাত্রের সঙ্গে বিয়ে দিতে বাবা এবং মা সিদ্ধান্ত নেন। তবে এ নিয়ে প্রতিবেশীরা বৃষ্টি রাণীকে বিভিন্নভাবে কটূক্তি করে আসছিল। ফলে তিনি মানসিকভাবে খুব ভেঙে পড়ছিলেন। ধারণা করা হচ্ছে, এ কারণেই বৃষ্টি আত্মহনন করেন।
এ বিষয়ে দুমকি থানার ওসি আবদুস সালাম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
এমএসপি