মাদক কারবারীদের কাছে মাথা নত না করতে গ্রাম পুলিশদের প্রতি খাদ্যমন্ত্রীর আহ্বান
মাদক প্রতিরোধে গ্রামপুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের কাছে কখনো মাথা নত না করার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। মাদক কারবারিদের সঙ্গে আপস করলে সমাজ ধ্বংস হয়ে যাবে। এসময় তিনি মানুষের কল্যাণে ও সমাজ রক্ষায় গ্রামপুলিশের সদস্যদের কাজ করার আহ্বান জানান।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) সাপাহার উপজেলা পরিষদ মিলনায়তনে 'আইন-শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা এবং সরকারি বরাদ্দপ্রাপ্ত বাইসাইকেল বিতরণ' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সাধন চন্দ্র মজুমদার বলেন, 'গ্রামপুলিশ তৃণমূল পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। তাদের চলাচল ও কাজের গতি বৃদ্ধি করতে বাইসাইকেল বিতরণ করা হচ্ছে। তাদের মাধ্যমে ইউনিয়ন পরিষদ ও থানায় বিভিন্ন তথ্য আসে। এসময় বাইসাইকেল গ্রামপুলিশের কাজে গতি আনবে বলে উল্লেখ করেন তিনি।'
সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে সাপাহার উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান হোসেন ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুজ্জামান সরকার বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ৫৭ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।
পরে খাদ্যমন্ত্রী সাপাহার মুক্তমঞ্চে জনসাধারণকে ধন্যবাদ জ্ঞাপন ও নবনির্বাচিত ইউনিউয়ন পরিষদ চেয়ারম্যানদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
টিটি/