গৃহস্থালি পণ্যের আড়ালে অস্ত্র আমদানি: রিমান্ডে কর কর্মচারী
চট্টগ্রামে চাঞ্চল্য সৃষ্টিকারী পিস্তল ও কার্তুজ আমদানির প্রাপক হিসেবে আটক হওয়া কর কর্মচারী মজুমদার কামাল হাসানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলামের আদালত মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি আটক হওয়া গৃহস্থালি পণ্যের চালানে ২টি ৮ এমএম পিস্তল, ২টি পিস্তল সদৃশ খেলনা এবং ৬০টি কার্তুজের প্রাপক ছিলেন চট্টগ্রাম কর অঞ্চল-১ এর কর্মচারী মজুমদার কামাল হাসান। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করে কাস্টমস কর্তৃপক্ষ।
মামলার তথ্যে জানা যায়, কাস্টমস হাউসের সহকারী কমিশনার জ্যোৎস্না আক্তার বন্দর ফরেন পার্সেল (ফরেন পোস্ট এক্সামিনেশন অ্যান্ড অ্যাসেসমেন্ট সেকশন) ডাকঘরে দায়িত্ব পালনকালে একটি ফরেন পার্সেলের মধ্যে গৃহস্থালি সামগ্রী ও বিদেশি অস্ত্র পাওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।
এ পার্সেলের প্রাপক হিসেবে নাম ছিল চট্টগ্রামের আগ্রাবাদের সিজিএস কলোনির মজুমদার কামাল হাসানের। যেটি পাঠান রাজিব বড়ুয়া নামে এক ইতালি প্রবাসী।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ও বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ফরেন পার্সেলটি ওই দিন বেলা ২টায় পরীক্ষা করা হয়। পরে পার্সেলে থাকা পণ্যের তালিকা তৈরি হয়।
এ ঘটনায় গত ২১ ফেব্রুয়ারি কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা দেলোয়ার হোসেন বাদী হয়ে বন্দর থানায় মামলা করেন। মামলা নম্বর- ২৮।
মামলার তদন্ত কর্মকর্তা ও বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফয়সাল সরোয়ার বলেন, “প্রাপক মজুমদার কামাল হাসানকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।”
এর আগে গত ২১ ফেব্রুয়ারি মধ্যরাতে হালিশহরের আই ব্লক খালপাড় এলাকায় শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এমএসপি