ভারতের পথে নৌ-বাহিনীর যুদ্ধজাহাজ ’ওমর ফারুক’
আন্তর্জাতিক নৌ মহড়া ’মিলন-২০২২’ এ অংশ নিতে ভারতের বিশাখাপত্তনমের উদ্দেশে যাত্রা শুরু করেছে নৌ-বাহিনীর যুদ্ধজাহাজ ’ওমর ফারুক’। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মোংলা নৌ জেটি থেকে আনুষ্ঠানিকভাবে জাহাজটিতে বিদায় জানানো হয়।
বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল এম আনোয়ার হোসেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নৌ-বাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তা, জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারের সদস্যবৃন্দ।
জাহাজটি আগামী ২৫ ফেব্রুয়ারি হতে ৪ মার্চ পর্যন্ত আন্তর্জাতিক নৌ মহড়া “মিলান-২০২২” এ অংশ গ্রহণ করবে। এই মহড়ায় অংশ গ্রহণ করবেন জাহাজটির প্রশিক্ষনার্থী কর্মকর্তাসহ মোট ২৮৪ জন নৌ সদস্য। এতে নৌ-বাহিনীর সদস্যদের পেশাগত মান, দক্ষতা ও কর্মপরিধি বহুলাংশে বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে। মহড়া শেষে আগামী ৬ মার্চ দেশে প্রত্যাবর্তন করবে জাহাজটি।
আন্তর্জাতিক এই মহড়ায় বাংলাদেশসহ বিশ্বের ৪৬টি দেশের নৌ-বাহিনী অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী দেশসমূহের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন, সমুদ্র পথে জলদস্যুতা, মাদক ও চোরাচালান, মানব পাচার, অবৈধ মৎস্য আহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডরোধে এই মহড়ার মূল লক্ষ্য।
এসআইএইচ