সিরাজগঞ্জে বাবাকে হত্যায় ছেলের যাবজ্জীবন
সিরাজগঞ্জের কামারখন্দে বাবাকে হত্যার অভিযোগে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত শফিকুল ইসলাম সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ি গ্রামের আব্দুল মান্নান মধুর ছেলে।
সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০১৪ সালের ১ অক্টোবর সকালে আসামি শফিকুল ইসলাম বাড়ির পাশে লাগানো গাছ দা দিয়ে কাটছিলেন। এ সময় তার বড় ভাই বাধা দিলে হাতে থাকা দা দিয়ে কোপ দেন শফিকুল। পরে ছেলেকে বাঁচাতে বাবা আব্দুল মান্নান মধু এগিয়ে এলে তাকেও দা দিয়ে কোপ দিয়ে গুরুতর আহত করা হয়।
পরে আহত অবস্থায় মধুকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৭ অক্টোবর তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছোট ছেলে নজরুল ইসলাম বাদী হয়ে শফিকুল ইসলামকে আসামি করে কামারখন্দ থানায় হত্যা মামলা করেন। মামলায় ১৭ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত মঙ্গলবার এ রায় দেন।
এমএসপি