কুড়িগ্রামে ২১ কেজি গাঁজাসহ আটক ২
কুড়িগ্রাম শহরের ধরলা ব্রিজের পশ্চিম প্রান্তে ২১ কেজি গাঁজাসহ ট্রাকের ড্রাইভার ও হেলপারকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২২ ফ্রেব্রুয়ারি) দুপুরে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন-জামালপুর জেলার সরিষাবাড়ী ভাটারা এলাকার বাদশা মিয়ার ছেলে ট্রাকের ড্রাইভার সোহেল মিয়া (৩৭) ও একই এলাকার সোনা মিয়ার ছেলে হেলপার সবুজ মিয়া (৩৪)।
এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো. শাহরিয়ার জানান, পুলিশ সুপারের নির্দেশনায় ও গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে শহরের ধরলা ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় নাগেশ্বরী থেকে টাঙ্গাইলগামী পাথর বোঝাই (ঢাকা মেট্রো-ট-৮৭৪৮) নম্বরের একটি ট্রাকের কেবিন থেকে ২১ কেজি গাজাসহ ট্রাকের ড্রাইভার সুহেল মিয়া ও হেলপার সবুজ মিয়াকে আটক করে পুলিশ।
এদিকে ট্রাকের মালিক ও ড্রাইভার সোহেল মিয়া দাবি করেন, নাগেশ্বরীতে পাথর বোঝাইয়ের সময় ইসমাঈল হোসেন নামে এক ব্যক্তি একটি বস্তা কেবিনে রেখে সেটি টাঙ্গাইলে নামিয়ে দেয়ার জন্য অনুরোধ করে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম পুলিশ সুপার সৈয়দা জান্নাত জানান, মাঠ পর্যায়ে মাদকবিরোধী কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। এরই প্রেক্ষিতে একটি বড় চালান আটক করা সম্ভব হয়েছে। জেলা পুলিশ মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
এসআইএইচ