হরিরামপুরে 'একুশে একুশ হাফ ম্যারাথন'
'সবুজে বাঁচি, প্রাণবিক পৃথিবী গড়ি' প্রতিপাদ্যে সোমবার (২১ ফেব্রুয়ারি) ভোরে জাতীয় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পরিবেশ সংগঠন ‘হরিরামপুর শ্যামল নিসর্গ’র আয়োজনে 'একুশে একুশ হাফ ম্যারাথন' প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ছয়টায় শতাধিক অংশগ্রহণকারী নারী-পুরুষ হরিরামপুর উপজেলা চত্বরে জড়ো হন। তারা এসেছেন হরিরামপুরসহ পার্শ্ববর্তী জেলা জামালপুর, যশোর, পাবনা, মানিকগঞ্জ, ঢাকার দোহার ও টাঙ্গাইলের মির্জাপুর থেকে। উপজেলা চত্বরে প্রতিযোগীদের উপস্থিতি যেন তখন তারুণ্যের উৎসবে উচ্ছ্বাসিত।
সকাল সাতটায় হাফ ম্যারাথনের উদ্বোধন করেন হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
হরিরামপুর শ্যামল নিসর্গের সংগঠক তৈয়বুল আজহারের সঞ্চালনায় অংশগ্রহণকারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে স্বাগত বক্তব্য দেন- সংগঠনের সমন্বয়ক ওয়াহিদুর রহমান, মুখপাত্র পলাশ সূত্রধর, আয়োজক কমিটির আহ্বায়ক প্রণব পাল।
এ সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সহ-সভাপতি মুক্তিযোদ্ধা শওকত জাহাঙ্গীর রানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব উপস্থিত ছিলেন।
একুশ কিলোমিটার, চৌদ্দ কিলোমিটার ও সাত কিলোমিটার এ তিনটি বিভাগে হাফ ম্যারাথন অনুষ্ঠিত হয়।
হরিরামপুর উপজেলা চত্বর থেকে ম্যারাথন দৌড় শুরু হয়। একুশ কিলোমিটারের দৌড়বিদেরা চালা ইউনিয়ন পরিষদের সামনে থেকে দিয়াবাড়ি বাজার, চালা, ঝিটকা বাজার হয়ে কলতা, বাঠইমুড়ি, সরুপাই, আন্ধার মানিক, বেউথা হয়ে মানিকগঞ্জ শহিদ মিনার পর্যন্ত। সাত কিলোমিটার ও চৌদ্দ কিলোমিটারের দৌড়ও হয়েছে একই সড়ক ধরে চালা কদমতলা এবং কলতা বাজার পর্যন্ত।
সাত কিলোমিটারের মোস্তফা কামাল (বাবুপুর), রাসেল দেওয়ান, ফারুক হাসান, সুপ্তি আক্তার। চৌদ্দ কিলোমিটারে জয়শীল, সাইফুর রহমান খালিদ এবং একুশ কিলোমিটার ম্যারাথনে জেলা পরিষদের নারী সদস্য শামিমা চায়না, বিলকিস আক্তার, সৌরভ বসু, রাজা উত্তীর্ণ হন।
পরবর্তীতে দুপুরে জেলা শহরের প্রধান শহিদ মিনারের সামনে হাফ ম্যারাথনে বিজয়ীদের মাঝে পুরস্কার (মেডেল) তুলে দেওয়া হয়।
ম্যারাথনে অংশগ্রহণকারী যশোরের সৌরভ বলেন, “ম্যারাথনে অংশ নিয়ে খুব ভালো লেগেছে। খুব উপভোগ করেছি। দেশে অনেক ইভেন্টে অংশ নিয়েছি। আমি মানিকগঞ্জের হরিরামপুরে আবার আসতে চাই।”
ম্যারাথন আয়োজক কমিটির আহ্বায়ক প্রণব পাল এবং সদস্য সচিব মাহিদুল ইসলাম মাহি বলেন, “দেশের বিভিন্ন জেলার শতাধিক পুরুষ ও নারী অংশ নিয়েছেন। সুন্দরভাবে ম্যারাথন শেষ করতে পেরে আমাদের ভালো লাগছে। সুস্বাস্থ্য ও সুস্থতার জন্য দৌড় খুবই উপকারী। আমরা সবার মধ্যে দৌড়ের আগ্রহ সৃষ্টি করতে চাই।”
সংগঠক তৈয়বুল আজহার বলেন, “হরিরামপুর শ্যামল নিসর্গ গত বছরের ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে যাত্রা শুরু করে। এ সময়ের মধ্যে পাঁচ শতাধিক বৃক্ষ রোপণ করেছে। সংগঠনটির উদ্দেশ্য সবুজ পৃথিবী গড়ে তোলা। হাফ ম্যারাথন আয়োজনের পাশাপাশি সংগঠনের কর্মীরা সচেতনতা মূলক লিফলেট বিতরণ ও মাইকিং করেছে।”
বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, খান বাহাদুর আওলাদ হোসেন কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সাইফুদ্দিন আহমেদ নান্নু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা মমিন উদ্দিন খান, এনপিআই ইউনিভার্সিটি অব বাংলাদেশের পরিচালক প্রকৌশলী ড. ফারুক হোসেন, প্রথম আলোর মানিকগঞ্জ প্রতিনিধি আব্দুল মোমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসপি