শহিদ মিনারে ফুল দিতে যাওয়ার সময় হামলা, বিএনপি নেতা আহত
নেত্রকোনায় একুশের প্রথম প্রহরে শহিদ মিনারে ফুল দিতে যাওয়ার সময় বিএনপির নেতাদের ধাক্কাধাক্কির একপর্যায়ে দু’পক্ষের হামলার ঘটনা ঘটে। এতে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এসএম মনিরুজ্জামান দুদু আহত হয়েছেন।
রবিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার পর শহরের ছোটবাজারে দলীয় কার্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। আহত দুদুকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, রাতে জেলার দলীয় কার্যালয় থেকে ব্যানার হাতে বের হওয়ার সময় দলীয় প্রতিপক্ষের একজনের সঙ্গে ধাক্কা লাগে দুদুর। এ ঘটনায় তার ওপর হামলা চালালে তিনি মাথায় আঘাত পান। তার ক্ষতস্থানে ১১টি সেলাই লেগেছে। তিনি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি আছেন।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা মনিরুজ্জামান দুদু বলেন, “ছোট বাজারের জেলা কার্যালয় থেকে বের হওয়ার সময় তুচ্ছ ঘটনা নিয়ে যুবদল ও ছাত্রদলের কয়েকজন তার ওপর হামলা করে। এ সময় তিনি গুরুতর আহত হয়েছেন। ঘটনার সময় জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হক ও সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালী ও উপস্থিত ছিলেন।
নেত্রকোনার মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “শহীদ মিনারে ফুল দিতে দলের অফিস থেকে বের হওয়ার সময় দুদু নামক এক নেতা আহত হয়েছেন।”
এমএসপি