একুশে ফেব্রুয়ারিতে ফেনীতে দেড় শতাধিক শিশুকে বিনামূল্যে খাৎনা
একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উপলক্ষে ফেনীর সদর উপজেলার ফতেহপুরে শহিদ মুক্তিযোদ্ধা আবুল কাশেম ভূঁইয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে ১৬০ শিশুকে বিনামূল্যে সুন্নাতে খাৎনা সম্পন্ন করা হয়েছে।
সোমবার (২১ ফেব্রুয়ারি) আধুনিক পদ্ধতিতে দিনব্যাপী এ সুন্নতে খাৎনা ক্যাম্প ফতেহপুর ইসলামীয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। চারজন অভিজ্ঞ চিকিৎসক, বেশ কয়েকজন স্বেচ্ছাসেবকের তত্ত্বাবধানে আশে-পাশের চারটি গ্রামের ১৬০ জন অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে সুন্নাতে খাৎনা করা হয়েছে।
শহিদ মুক্তিযোদ্ধা আবুল কাশেম ভূঁইয়া স্মৃতি পাঠাগারের সভাপতি ও সাবেক ইউপি মেম্বার আবুল বাশার ভূঁইয়ার উদ্যোগে সপ্তমবার এই সুন্নাতে খাৎনার আয়োজন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফতেহপুর ইসলামীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আতিকুর রহমান পাটোয়ারী।
প্রধান অতিথি ছিলেন- স্থানীয় শর্শদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জানে আলম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন- ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ডেইলি অবজারভার ও ডিবিসি নিউজ’র প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, স্থানীয় ওয়ার্ড মেম্বার মো. ইসমাইল হোসেন।
আরও উপস্থিত ছিলেন- ফতেহপুর ইসলামীয়া মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মনিরুল ইসলাম, মুজিবুর রহমান মজিব, সমাজসেবক মো. শাহজাহান আহসান, শাহদাৎ হোসেন সুমন, ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি আবদুল গফুর, আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবক কামরুল আহসান, ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আমির হোসেন প্রমুখ।
সুন্নাতে খাৎনা করানো এসব শিশুদের প্রত্যেককে এক সপ্তাহের ওষুধ, লুঙ্গি, গামছা ও গেঞ্জি দেওয়া হয়।
এমএসপি