ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত ময়মনসিংহ কেন্দ্রীয় শহিদ মিনার
ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র ইকরামুল হক টিটুর নির্দেশনায় নগরীর টাউন হল কেন্দ্রীয় শহিদ মিনারের শেষ মুহূর্তের প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। মসিকের সার্বিক ব্যবস্থাপনায় শহিদ মিনার এলাকায় দিবসের তাৎপর্য তুলে ধরতে দেয়ালে দেয়ালে বিভিন্ন আলপনা আঁকা হয়ছে।
এ ছাড়া রাতের সৌন্দর্য বৃদ্ধি করতে মনোরম লাইটিং করা হয়েছে। মানুষের প্রবেশ ও জনসমাগম নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহায়তায় নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
এ বিষয়ে জানতে চাইলে মসিকের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব ঢাকাপ্রকাশকে বলেন, “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মসিকের উদ্যোগে ময়মনসিংহ কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ মুহূর্তের কাজ আমরা ইতোমধ্যে সম্পন্ন করেছি।”
তিনি আরও বলেন, “মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশনায় শহিদ মিনার প্রাঙ্গণ আকর্ষণীভাবে সাজানো হয়েছে। তাছাড়া নগরীর বিভিন্ন পয়েন্টে আলোকসজ্জা করা হয়েছে। সেইসঙ্গে মানুষজন যেন সুন্দরভাবে স্বাস্থ্যবিধি মেনে শহিদ মিনারে শ্রদ্ধা জানাতে পারে সেজন্য সবাইকে সচেতন করা হচ্ছে।”
এমএসপি