আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
গাইবান্ধায় দলিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গাইবান্ধায় রবিদাস সম্প্রদায়ের শিশু-কিশোরদের এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ ফেব্রুয়ারি) বিকালে সদর উপজেলার বাদিয়াখালিতে দলিত ও পিছিয়ে পড়া রবিদাস সম্প্রদায়ের নিজস্ব ভাষার শিক্ষাপ্রতিষ্ঠান অনগ্রসর স্কুল প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সামাজিক সংগ্রাম পরিষদ গাইবান্ধা এ প্রতিযোগিতার আয়োজন করে।
প্রতিযোগিতায় অনগ্রসর স্কুলের প্লে-পঞ্চম শ্রেণির ৩০ শিশু-শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রতিযোগিতার বিষয় ছিল- আমার দেশ, আমার ভাষা। এতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সামাজিক সংগ্রাম পরিষদ গাইবান্ধার আহ্বায়ক জাহাঙ্গীর কবীর তনু, অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ সদর উপজেলা শাখার আহ্বায়ক গোলাম রব্বানী মুসা, সামাজিক সংগ্রাম পরিষদ গাইবান্ধার সদস্য সচিব হাসান মোর্শেদ দীপন ও রবিদাস ফোরাম জেলা নেতা নীরব রবিদাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনগ্রসর স্কুলের প্রতিষ্ঠাতা খিলন রবিদাস।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সময়ের আলো’র জেলা প্রতিনিধি ও গাইবান্ধা ডট নিউজের বার্তা প্রধান কায়সার রহমান রোমেল, ডিবিসি নিউজ গাইবান্ধা প্রতিনিধি ও মহিলা পরিষদ জেলা সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ, সমাজকর্মী আহাদুজ্জামান রিমু, মানবাধিকার কর্মী অঞ্জলি রাণী দেবী, কাজী আব্দুল খালেক, আইনজীবী কুশলাশীষ চক্রবর্তী সাগর ও ফারুক কবীর।
প্রতিযোগিতা শেষে বিজয়ীসহ অংশগ্রহণকারী সব শিশু-কিশোরকে পুরস্কৃত করেন অতিথিরা।
এমএসপি