টাঙ্গাইলে নির্বাচনী সহিংসতা: সাবেক চেয়ারম্যানসহ ৩৫ জন কারাগারে
গত ২৬ ডিসেম্বর টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় ৬টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উপজেলার ফলদা ইউনিয়নের একটি কেন্দ্রে নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটে। এতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও সাবেক চেয়ারম্যান আকবর হোসেনসহ ৪১ জনের নাম উল্লেখ করে ২৫০০ থেকে ৩০০০ জনের বিরুদ্ধে পুলিশের দায়েকৃত মামলায় ৩৫ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রবিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাউদ হাসান তাদের জামিন আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল আদালতের পরিদর্শক তানবীর আহম্মেদ জানান, আসামিরা হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের অন্তবর্তীকালীন জামিনে ছিলেন। তারা রবিবার (২০ ফেব্রুয়ারি) নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ২৬ ডিসেম্বর ইউপি নির্বাচনে উপজেলার ফলদা ইউনিয়নে গুজব ছড়িয়ে নির্বাচনে সহিংসতা, সরকারি কাজে বাঁধা ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপর হামলা চালানো হয়। এ ছাড়াও কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব, পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন সাংবাদিকেও অবরুদ্ধ করে রাখা হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য তাদের উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে।
মামলার তদন্ত শেষে ৪১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫০০-৩০০০ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় মামলার তদন্তকারী কর্মকর্তা। এতে ৪১ আসামির মধ্যে ফলদা ইউপির সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আকবর হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নানসহ ৩৫ জন হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, মামলার তদন্ত শেষে ২৫০০-৩০০০ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হয়। এর মধ্যে এজাহারনামীয় ৩৫ জন নিম্ন আদালতে আত্মসমর্পন করে জামিন চাইলে আদালত তাদের জামিন নামঞ্জুর করেন।