লালমনিরহাটে অপহরণের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার
অপহরণের অভিযোগে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আঙ্গুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২০ ফেব্রুয়ারি) বিকালে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রসুল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকালে পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার রাজারহাট এলাকা থেকে রাজারহাট থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করেন কালীগঞ্জ থানা পুলিশ।
তার বিরুদ্ধে শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে কালীগঞ্জ থানায় একটি অপহরণের মামলা করেন এক শিক্ষক। জাহাঙ্গীর আলম আঙ্গুর ওই উপজেলার দক্ষিণ ঘনেশ্যাম এলাকার রবিউল ইসলামের ছেলে এবং কালীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক।
পুলিশ জানায়, জাহাঙ্গীর আলম আঙ্গুর গত ১৫ ফেব্রুয়ারি এক নারীকে অপহরণ করেন এমন অভিযোগ তুলে ওই নারীর বাবা থানায় একটি অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে রবিবার সকালে পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার রাজারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
লালমনিরহাট জেলা যুবদলের আহ্বায়ক সাইদুর রহমান মিঠুল জানান, কালীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আঙ্গুরকে অপহরণের মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে সকালে শুনেছি। দলীয় ফোরামে তার বিষয়ে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রসুল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার দুপুরের পর আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
এমএসপি