করোনাভাইরাসের টিকার প্রচারণায় টাঙ্গাইলে পথসভা
আগামী ২৬ ফেব্রুয়ারি দেশব্যাপী একযোগে ‘একদিনে এক কোটি’ করোনাভাইরাসের টিকা প্রদান উপলক্ষে প্রচার-প্রচারণা কার্যক্রমে টাঙ্গাইলে সড়কে মাইকিং ও পথসভা করেছেন টাঙ্গাইল জেলা তথ্য অফিস।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় টাঙ্গাইল পৌর শহরের জেলা প্রশাসন ও জেলা আদালত মোড়ে করোনা টিকা গ্রহণে উৎসাহিতকরণ প্রচারণা কর্মসূচি উদ্বোধন করা হয়। প্রচারণা চলবে ২৫ তারিখ পর্যন্ত।
ওইদিন এক কোটি প্রথম ডোজ টিকাদানের বিষয়ে অবহিত করণের জন্য সড়কে প্রচার মাইকিং কার্যক্রম কর্মসূচির উদ্বোধন করেন-গণযোগাযোগ অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) ফারহানা রহমান।
এ সময় উপস্থিত ছিলেন-টাঙ্গাইল জেলা জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক তাহলিমা জান্নাত, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি রাশেদ খান মেননসহ জেলা তথ্য অফিসের অন্যান্যরা সদস্যরা।
উদ্বোধনের আগে অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) ফারহানা রহমান টাঙ্গাইল জেলা তথ্য অফিস পরিদর্শন করেন। এ সময় জেলা তথ্য অফিসের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানান সহকারী পরিচালক তাহলিমা জান্নাত।
এমএমএ/