নিবন্ধন করলেও টিকা নেননি দেড় লাখ মানুষ
ফেনীর পরশুরামে এখন পর্যন্ত ৭১ হাজার মানুষ করোনা প্রতিরোধক টিকা নিয়েছেন। এর মধ্যে ৫৫ হাজার মানুষকে দুই ডোজ টিকা দেওয়া হয়েছে। তবে প্রায় দেড় লাখ লোক টিকার জন্য নিবন্ধন করলেও তারা টিকা নেননি বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃপক্ষ। এ ছাড়া তৃতীয় ডোজ (বুস্টার ডোজ) টিকা নিয়েছেন ১২০০ জন।
অপরদিকে উপজেলায় এ পর্যন্ত ১২ হাজার শিক্ষার্থীকে দুই ডোজ টিকা দেওয়া হয়েছে। বাদ পড়া শিক্ষার্থীদের ২০ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ প্রাঙ্গনে ডায়াবেটিস হাসপাতালে টিকা দেওয়া হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এ ব্যাপারে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আবদুল খালেক জানান, আগামী ২৬ ফেব্রুয়ারি আবারও গণটিকা দেওয়া হবে। উপজেলার প্রতিটি ইউনিয়নের কমিউনিটি সেন্টারে এই গণটিকার আয়োজন করা হয়েছে। যারা ইতিপূর্বে টিকা নেননি, তাঁরা ওই দিন পাশের কেন্দ্রে টিকা নিতে পারবেন।
তিনি আরো বলেন, পর্যায়ক্রমে উপজেলার সবাইকে টিকার আওতায় আনা হবে।
এএএম/এসআইএইচ