ক্যানসারাক্রান্ত বরিশালের পত্রিকা বিক্রেতা ইব্রাহিমের বাঁচার আকুতি
সূর্যের আলো ফুটতেই নগরীর মানুষে দুয়ারে দুয়ারে সংবাদপত্র নিয়ে ছুটে যেতেন ইব্রাহিম। সাইকেলে প্যাডেল ও বেলের শব্দে নগরীর অলি-গলির মানুষের ঘুম ভেঙে যেতো, মানুষ বুঝতে পারতো ইব্রাহিম খবরের কাগজ নিয়ে পৌঁছে গেছেন।
আজ সেই ইব্রাহিমের সাইকেলের আওয়াজ আর বেলের টুনটুন শব্দ কেউ শুনতে পারে না। হয়তো ওইসব মানুষের দুয়ারে আজ অন্য কেউ পত্রিকা নিয়ে পৌঁছে যায়। আর তখন সবার পরিচিত মুখ সেই মো. ইব্রাহিম খান রেকটাম ক্যানসার নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় কাতরাচ্ছেন।
আর্থিক অসচ্ছলতার কারণে নিজের চিকিৎসা করাতে পারছেন না তিনি। হয়তো তিনি ভেবেই নিয়েছেন, এ জীবন আর হাসবে না। তবে চিকিৎসার জন্য সাহায্য চেয়ে আকুতি জানিয়েছে তার পরিবার।
বাকেরগঞ্জের চারদী ইউনিয়নের বাসিন্দা কৃষক মো. নুরুল খানের ছেলে ইব্রাহিম। বরিশাল নগরীর ২৩ নং ওয়ার্ডের দরগাবাড়ি ভাড়া বাসায় বসবাস করে আসছেন তিনি। ইব্রাহিম ব্রজমোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞানে অর্নাস শেষ বর্ষে অধ্যায়নরত। নিজের পড়াশোনা ও পরিবার চালাতে বরিশাল নগরীতে মানুষের দুয়ারে দুয়ারে পত্রিকা বিক্রি করতেন ইব্রাহিম।
ইব্রাহিমের ছোট ভাই মো. সজিব বলেন, ‘আমার বড় ভাই রেকটাম ক্যানসারে আক্রান্ত। তাকে বরিশাল শের-ই-বাংলা কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছি। এ রোগের চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় টাকার অভাবে চিকিৎসা করানো আমাদের পরিবারের কাছে মুশকিল হয়ে পড়েছে। ভাইয়াকে বাঁচাতে হলে তার চিকিৎসার জন্য প্রায় ৫ লাখ টাকা প্রয়োজন। কেমোথেরাপি, রেডিওথেরাপি, সার্জারি যা অনেক ব্যয়বহুল চিকিৎসা।’
তিনি আরও বলেন, ‘এই চিকিৎসা বরিশালে নেই, তাই তাকে ঢাকায় নিয়ে চিকিৎসা করাতে হবে। এজন্য অনেক টাকা প্রয়োজন। মেডিকেলের ডাক্তার অতিশীঘ্রই চিকিৎসার কথা বলেছেন। ভাইয়াকে দ্রুত চিকিৎসা করাতে হবে। আমাদের সমাজে অনেক বিত্তশীল মানুষ আছেন, যাদের অল্প সাহায্যে আমার ভাই আবার আলোর মুখ দেখতে পাবেন। তাই ভাইয়ার চিকিৎসার জন্য সবার কাছে সাহায্য চাই।’
ইব্রাহিমের চিকিৎসার জন্য কেউ সাহায্যের হাত বাড়াতে চাইলে তার ছোট ভাই মো. সজিবের ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। ফোন নম্বর: ০১৭৪৫১০০৪০১।
এমএসপি