কুড়িগ্রামে মাদকবিরোধী অভিযানে আটক ৩ ব্যক্তি কারাগারে
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী যৌথ টাস্কফোর্সের অভিযানে মাদক (গাঁজা) সেবনরত অবস্থায় তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৩৫ গ্ৰাম গাঁজা এবং গাঁজা সেবনের কল্কি উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেকের ১০০ টাকা জরিমানা এবং এক মাসের করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
শনিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার সোনাইকাজি, শিমুল বাড়ি ও বাংলার হাট বাজারে অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন দাসের নেতৃত্বে কুড়িগ্রাম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১৩ সদস্য, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) । এ সময় উপজেলার সোনাগাজী শেখ হাসিনা ধরলা সেতু পূর্ব প্রান্তে গাঁজা সেবনরত অবস্থায় ওই এলাকার আজিম রহমানের ছেলে শাহ আলম (৫১), আব্দুর রহমানের ছেলে ওয়াজেদ আলী (৫৯) এবং আব্দুস সালামের ছেলে শাহজাদা দুলুকে (৩৪) আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮/৯(১)ধারা লঙ্ঘন করার দায়ে ৩৬/৫ ধারায় অভিযোগে মামলা দায়ের করে ভ্রাম্যমাণ আদালতে হাজির এবং থানায় হস্তান্তর করা হয়।
যৌথ অভিযানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু জাফর, ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) সারোয়ার পারভেজ ।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার পরিদর্শক ( তদন্ত) সারোয়ার পারভেজ বলেন, আটককৃতদের কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।
এসিআর/এসআইএইচ