ঠাকুরগাঁওয়ে টিকা নিতে আসা শিক্ষার্থীদের লাঠিপেটা: তদন্ত কমিটি গঠন
ঠাকুরগাঁওয়ে টিকা নিতে আসা শিক্ষার্থীদের লাঠিপেটার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
বিষয়টি নিশ্চিত করেছেন, সিভিল সার্জন ডা. নুর নেওয়াজ আহম্মেদ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, এ ঘটনার পর রাতেই জেলা শিক্ষা অফিসার খন্দকার আবুল কালামকে আহ্বায়ক করে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রমেশ কুমার দাগা এবং সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. রকিবুল আলমকে নিয়ে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তদন্ত রিপোর্টের পরিপ্রেক্ষিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ঘটনাটি সামাজিক মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে উঠে এলে টনক নড়ে হাসপাতাল কর্তৃপক্ষের। রাত না পোহাতেই কর্তৃপক্ষ বিষয়টি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে।
এদিকে, শিক্ষার্থীদের লাঠিপেটার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সুধীসমাজ।
এমএসপি