আটকের পরও নিজেদের ডিবি পরিচয় দিচ্ছিল তারা
সাতক্ষীরার পাটকেলঘাটায় হারুন-অর-রশিদ ডিগ্রি কলেজের সামনে থেকে পাঁচ ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে র্যাব-৬। আটকের পরও তারা র্যাবের কাছে নিজেদের ডিবি পুলিশের সদস্য বলে পরিচয় দেন। তবে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদের পর দীর্ঘদিন ধরে প্রাইভেটকার ও মোটরসাইকেলযোগে ছিনতাই করে আসছিলেন বলে স্বীকার করেন।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরা র্যাব কার্যালয় থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সাতক্ষীরা র্যাবের কোম্পানি কমান্ডার ইশতিয়াক হোসাইন।
আটকরা হলেন- মোস্তফা বিশ্বাস (৪৬), সুজন শীল (২৯), শরীফুল ইসলাম (৪২), মোশারফ হোসেন (৪০) এবং মাহবুবুর রহমান (২৭)। তারা যশোর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানিয়েছে র্যাব।
সাতক্ষীরা র্যাবের কোম্পারি কমান্ডার ইশতিয়াক হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে জেলার পাটকেলঘাটার হারুন-অর-রশিদ কলেজ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেলসহ পাঁচজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ছিনতাই হওয়া বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
ইশতিয়াক হোসাইন আরও জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএসপি